হাওর পারের হাওরকবি – রিয়াদ মাহফুজ মাছুম

0
62

হাওর পারের হাওরকবি
রিয়াদ মাহফুজ মাছুম

হে গুরু আপনাকে জানাই অভিবাদন –
বংশীকুন্ডা তথা হাওর পাড়ের
সাহিত্যের উন্নয়নের রুপকার আপনিই ?

আপনার মধ্যে রয়েছে ত্যাগ ,
রয়েছে ধের্যশীলতা ।
আপনার অমৃত বাণী শুনে
কত পথহারা পেয়েছে পথ ,
গতিহীন পেয়েছে গতি ,
ফেরারী পেয়েছে তার দিঠি ।

আপনি হিম্মতি হিম্মতের আধাঁর
সর্বজনে কয় , জানি কখনো হবেনা
আপনার সাহিত্যের অবক্ষয়
হাওরবিলাপে হাওর অঞ্চলের
লিখেছেন দুঃখ সবি
তাই তো মোরা সকলে
আপনাকে বলি “হাওরকবি” ।

আপনার মধ্যে রয়েছে সততা
নেই কৃপণতা , নেই অহংকার
আছে শুধু অংঙ্গীকার
এই সমাজকে পরিবর্তন করিবার ।

হে হাওরপাড়ের হাওরকবি ,
আপনাকে পেয়ে আমরা ফিরে পেয়েছি
আমাদের হারানো স্মৃতি ,
হারানো এতিহ্য
আপনি না আসিলে ধরাতে আজিকের ন্যায় হতোম না মোরা সাহিত্য প্রেমী ।
আপনিই তো করেছেন মোদের
হৃদমঞ্জিলে সাহিত্যের উদ্ভাবন ,
হে হাওরপাড়ের হাওরকবি জীবন কৃষ্ণ সরকার
আপনাকে আবারো জানাই সশ্রদ্ধ অভিবাদন।

রচনাকাল : ১লা ডিসেম্বর ২০১৭ ইংরেজী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে