শেষ ভরসা- ফেরদৌস ওয়াহিদ

0
150

,,,শেষ ভরসা,,,
ফেরদৌস ওয়াহিদ

বৈশাখ দেখা দিল,গগন গর্জিল,
সেথা হতে ঝর বান খুব নামিলো,
ক্ষনে ক্ষনে বৃষ্টি পাত
কৃষকের মাথায় হাত
-মোরা নিরুপায়।

ছোট খাটো ক’টি গ্রাম বিলের পানে,
সব মিলে বাঁধ দেয় পানি যে হানে,
পানি এসে টলমল
তাতে বাধ দূর্বল
-সোনার ফসল
দেখিতে দেখিতে মোদের ডুবিল সকল।

কৃষক কূল নিঃশ্চূপ দু’নয়নে জল
কি করিবে ইহা যে ভাগ্যের ফল
ইহা নয় আজিকের
ভুলার নয় অল্পের
প্রতি বছরের
মোরা বর্বর নয়তো কেন করি চাষ ফসলের।

প্রতি বছর পেটে পিটে করে খাটুনী
সোনার ফসল মোরা জমিতে বুনি
মানে নাই লাভ নাই
তবুও চাষ করে যাই
-কি করিব ভাই
স্বভাবের বসে মোরা চাষ করি তাই।

কখনো খরায় আবার ঘ্রাস করে ভাই
খাল ডোবা শুকনো কোথা পানি নাই
ধান গাছ শুকিয়ে
মাটিতে যায় লুটিয়ে
কৃষকের আলয়ে আহার মাএ নাই,
নেই কেউ যে দিবে তাদের একটু ঠাই।

পাথরের বৃষ্টি যখনি পরে, পাকা ধান গাছ থেকে মাটিতে ঝরে,
দেখি শুধু দু’চোখে
বলি মোরা এমুখে
ক্ষমা কর পাপীকে
-মনের আশা
তুমি যে প্রভু মোদের শেষ ভরসা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে