যে যে বিষয়গুলো জানা যাবে হাওরপিডিয়া থেকে

0
302

হাওরপিডিয়া ব্যবহারের নির্দেশিকা।।How to use Haorpedia

প্লে স্টোর থেকে হাওরপিডিয়া লিখে সার্চ দিলে আমাদের মোবাইল অ্যাপটি চলে আসবে।তখন ইনস্টল দিয়ে ওপেন করে নিচের ৩ এবং ৪ নং নির্দেশিকা ফলো করলেই হাওরপিডিয়া থেকে উদ্দিষ্ট তথ্য পাওয়া যাবে।অথবা যারা অ্যাপস ইনস্টল দেন নাই বা দিবেননা তারা নিচের ১ থেকে ৪ নং নির্দেশিকা ফলো করলেই হাওরপিডিয়া থেকে সহজে আপনার চাওয়া তথ্যটি পেয়ে যেতে পারেন।

১। প্রথমে গুগলে গিয়ে জাস্ট “হাওরপিডিয়া” লিখে সার্চ দিতে হবে।

২।তার পর নিচে HaorPedia.Org ।Most Popular Onlinle Portal নামে একটি কালার লেখা আসবে।কালার লেখাটিতে ক্লিক করলেই হাওরপিডিয়ায় চলে যাওয়া যাবে।

৩। সাইটে ঢুকার পর উপরের দিকে ডান কর্ণারে একটা গোল দাগ দেখা যাবে।ওটাতে ক্লিক করলেই একটি সার্চবার(যেখানে দাঁড়ি চিহ্নের মত একটি প্রতীক বার বার ভাসবে ডুববে।
৪। ওই সার্চবারটিতেই পাঠক যা খোঁজতে চায় তা সঠিক বানান মতে লিখলেই দুই সেকেন্ডের ভেতর উদ্দিষ্ট তথ্য চলে আসবে।

নির্দেশক্রমেঃ হাওরপিডিয়া কর্তৃপক্ষ।পাশে থাকুন হাওরপিডিয়ার,খোঁজে নিন হাওরের অজানা সবকিছু।ধন্যবাদ।

যে যে বিষয়গুলো হাওরপিডিয়া থেকে জানা যাবে

হাওরবেষ্টিত সাতটি জেলার(সুনামগঞ্জ,সিলেট,হবিগঞ্জ,মৌলভীবাজার,নেত্রকোণা,কিশোরগঞ্জ,ব্রাহ্মণবাড়িয়া) যে যে বিষয়গুলো হাওরপিডিয়ায় আপাতত পাওয়া যাবে তা নিচে প্রদত্ত হলো

১। থানা পুলিশ নাম্বার
২।ডাক্তারের নাম্বার
৩।হাসপাতালের নাম্বার
৪।অ্যাম্বুলেন্সের নাম্বার
৫।ফায়ার সার্ভিসের নাম্বার
৬।জনগুরুত্বপূর্ণ মানুষের নাম্বার
৭।জনপ্রতিনিধিগণের নাম্বার
৮।জরুরী ফোন নাম্বার
৯।দুর্যোগ কালীন সহায়ক নাম্বার
১০।হাওর বিষয়ক টিকা
১১।হাওরের বর্ণনা
১২।হাওর বিষয়ক সকল কিছু
১৩।বিভিন্ন সংগঠনের সদস্যদের নাম্বার
১৪।বিভিন্ন সংগঠনের বিবরন
১৫।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য
১৬।বিভিন্ন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের তথ্য
১৭।ফার্মেসীর নাম্বার
১৬।নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসের শো রোম দোকানের নাম্বার
১৭।কুরিয়ার সার্ভিেসের ঠিকানা বিবরন
১৮।বাস কাউন্টারের নাম্বার
১৯।ট্রেন কাউন্টারের নাম্বার
২০।বিআরটিসি কাউন্টারের নাম্বার
২১।মোটর সাইকেলের নাম্বার
২২।স্পীড বোটের নাম্বার
২৩।ট্রলারের নাম্বার
২৪।হোটেলের নাম্বার
২৫।রেস্টুরেন্টের নাম্বার
২৬।ছাত্র/ছাত্রী মেসের নাম্বার
২৭।পর্যটন সাইট সম্পর্কিত তথ্য
২৮।পত্রিকা,ম্যাগাজিনের বিস্তারিত তথ্য
২৯।হাওরের গুরুত্বপূর্ণ সকল কিছু।
৩০।চাকরির পড়া/বিসিএস স্টাডি
৩১।পড়ালেখা
৩২।এসএসসি ইংলিশ সাজেশন
৩৩।Paragraoh,application,story,letter,diaologue শিরোনাম সার্চ দিয়ে জানা যাবে।
৩৪।দেশের গান
৩৫।লোক সঙ্গীত,হারানো দিনের গান,ফোক সঙ্গীত
৩৬।বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষের জীবনী
৩৭।গুরুত্বপূর্ণ মানুষের ফোন নাম্বার
৩৮।গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠাণের ফোন নাম্বার
৩৯।বিভিন্ন প্রতিষ্ঠাণের পরিচিতি
৪০।আলোচিত ঘটনার বিবরণ
৪১।আলোচিত মানুষের জীবনী
৪২।কবি সাহিত্যিকের জীবনী পরিচিতি
৪৩।বিভিন্ন ধর্মীয় বই
৪৪।ধর্মীয় প্রশ্নোত্তর
৪৫।শ্রী গীতা
৪৬।ইসলামিক জিজ্ঞাসা
৪৭।সনাতন জিজ্ঞাসা
৪৮।প্রতিটি একাদশীর মাহিত্ম্য
৪৮।বঙ্গবন্ধু সম্পর্কিত প্রশ্ন উত্তর
৪৯।মুজিব শতবর্ষের প্রশ্ন উত্তর
৫০।বিভিন্ন চাকরির প্রশ্নের সমাধান
৫১।বিভিন্ন বিসিএস এর প্রশ্নের সমাধান
৫২।গণিত ও জ্যামিতির বেসিক প্রশ্নোত্তর
৫৩।গণিতের সকল সূত্র
৫৪।সিলেটি ভাষা সংরক্ষণ

বিঃ দ্রঃ প্রযোজনে পরামর্শ দিতে পারেন।আরো প্রয়োজনীয় বিষয় প্রয়োজন সাপেক্ষে এড করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে