বাইশ টিলা সিলেট।।২২ টিলা সিলেট।।বাইশটিলা।।বাইশ টিলা।।22 TilaTila।।Bais Tila

0
2499

বাইশ টিলা

হাসুস ডেস্কঃ সিলেটের পর্যটন স্পটের অন্যতম একটি স্পট বাইশ টিলা।এখানে ছোট বড় প্রায় ২২ মনোরম টিলা নিয়ে বাইশটিলা স্পটটি তৈরি।বর্ষাকালে সড়কের দুই পাশে পূর্ণ যৌবনা জলরাশি নিয়ে এক মনোরম পরিবেশ।জল পিয়াসী মন মাত্রই ঝিলমিলি জলরাশিতে হারিয়ে যেতে বাধ্য কয়েক সেকেন্ডে।জলের উপর ভ্রমণের জন্য রয়েছে আকর্ষণী ছোট ছোট নৌকা।পাশে রয়েছে সিলেট জেলাপরিষদ কর্তৃক সংরক্ষিত ইকো পার্ক।

কিভাবে যাবেন –

ঢাকা থেকে সিলেটঃ
বাসঃ ফকিরাপুল, সায়দাবাদ ও মহাখালী বাস স্টেশন থেকে গ্রীন লাইন, সৌদিয়া, এস আলম, শ্যামলি ও এনা পরিবহন (এসি) – ৮০০ থেকে ১১০০ টাকার মধ্যে।

শ্যামলী, হানিফ, ইউনিক, এনা পরিবহনের(নন এসি) – জনপ্রতি ৪০০ থেকে ৪৫০ টাকা।

ট্রেনঃ ঢাকা থেকে ট্রেনে করে সিলেট যেতে কমলাপুর কিংবা বিমান বন্দর রেলওয়ে স্টেশান হতে উপবন, জয়ন্তিকা, পারাবত অথবা কালনী এক্সপ্রেস ট্রেনকে বেছে নিতে পারেন আপনার ভ্রমণ সঙ্গী হিসাবে।

চট্টগ্রাম থেকে সিলেটঃ
বাসঃ সৌদিয়া ও গ্রিন লাইন এসি বাস সিলেটে চলাচল করে।

ট্রেনঃ চট্টগ্রাম থেকে ট্রেনে সিলেট যেতে পাহাড়িকা এবং উদয়ন এক্সপ্রেস নামের দুটি ট্রেন সপ্তাহে ৬ দিন চলাচল করে।

সিলেট থেকে বাইশ টিলাঃ
সিলেটের শহরের বন্দর বাজার থেকে সিএনজি নিয়ে চলে যান সিলেট এয়ারপোর্টের পেছনে বাইশ টিলায়। রিজার্ভ যাওয়া-আসা পড়বে পাঁচশ’ টাকা। আর নৌকা ভ্রমণ করতে পারবেন ঘণ্টা দুইশ’ টাকায়।

এছাড়াও আম্বরখানা অথবা মদিনা মার্কেট অথবা টুকের বাজার থেকেও সি এন জি রিজার্ভ করে চলে যেতে পারেন বাইশ টিলা।

সম্পাদনাঃ হাওরকবি জীবন কৃষ্ণ সরকার
সম্পাদকঃ হাওরপিডিয়া।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে