বংশীকুন্ডা কলেজ সুনামগঞ্জ।Bongshikunda College Sunamganj

0
869

বংশীকুন্ডা কলেজ।।Bongshikunda College

সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ২ নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নে অবস্থিত মধ্যনগর উপজেলার প্রথম ও একমাত্র পূর্ণাঙ্গ কলেজ।কলেজটিতে মানবিক ও ব্যাবসা শিক্ষা শাখায় শিক্ষার্থী ভর্তি করা হয়।হাওর এলাকার উচ্চ শিক্ষা বঞ্চিত ছেলেমেয়েদেরকে উচ্চ শিক্ষিত করার লক্ষ্যে তৎকালীন ও বর্তমান চেয়ারম্যান রাসেল আহমদ ২০১৩ সালে বংশীকুন্ডা সদর সংলগ্ন স্থানে প্রতিষ্ঠা করেন কলেজটি।কলেজটি প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকে অত্যন্ত সুনামের সহিত ঈর্ষণীয় ফলাফল করে যাচ্ছে কলেজটি।কলেজের শিক্ষকরা অত্যন্ত আন্তরিক মনোভাবাপন্ন।নদীর পাড়ে, মুক্ত পরিবেশে কলেজটি স্থাপিত হওয়ায় কলেজের শিক্ষার্থীরা এক আনন্দঘন পরিবেশে শিক্ষা কার্যক্রম উপভোগ করে আসছে। কলেজটির বর্তমান অধ্যক্ষ নূরুল আমিন অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করে আসছে কলেজটি।

ছবিঃকলেজের প্রতিষ্ঠাতা,রাসেল আহমদ

কলেজ পরিচিতিঃ

বংশীকুন্ডা কলেজ- [Bongshikunda College]
ঠিকানাঃ ডাক ঘরঃ বংশীকুন্ডা,উপজেলাঃ ধর্মপাশা, জেলাঃ সুনামগঞ্জ।
স্থাপিতঃ ৭ ই অক্টোবর ২০১৩
প্রতিষ্ঠাতাঃ রাসেল আহমদ (বর্তমান চেয়ারম্যান)-০১৭৪০৮৯৮৩৩২

অবস্থানঃ সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার টাংগুয়ার হাওরের পশ্চিমে মনাই নদীর পাড়ে।

অবস্থানঃ বংশীকুন্ডা বাজারের পশ্চিমে।
অফিসিয়াল নাম্বারঃ 01715866199
মেইল নাম্বারঃ bkc2013@gmail.com
বিভাগঃ মানবিক ও ব্যাবসায় শিক্ষা
কৃতি শিক্ষার্থীঃ ওহাবলীম,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।


বিঃ দ্রঃ প্রতিবেদনটি মনাই নদীর তীরে ম্যাগাজিন থেকে তুলে ধরা হলো।
তথ্য সংগ্রাহকঃ আল-আমিন আহমেদ সালমান
সম্পাদকঃ জীবন কৃষ্ণ সরকার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে