প্রভুপাদের কবিতা।।ProvuPad Poem।।প্রভুপাদকে নিয়ে কবিতা

0
440

সত্যিই তুমি জগৎ গুরু শ্রীল প্রভুপাদ
জীবন কৃষ্ণ সরকার

এমন কিছু মানুষ আছে নেইকো ত্রুটির লেশ
এমন কিছু মানুষ আছে নেইকো গুণের শেষ
এমন কিছু জীবন-চরিত সবাই স্মরণ করে
আবার কিছু বিষয় আছে সবার হৃদয় কাঁড়ে
তেমনি মহৎ জীবন তোমার, প্রেমটি বড়ো নিখাদ
সত্যিই তুমি জগৎ গুরু শ্রীল প্রভুপাদ।

যেই সময়ে ধরা-ধামটি অশান্তির ছোঁবলে
শান্তির বাণী নিয়ে তুমি সেই সময়েই এলে
বাল্য থেকেই চেষ্টা তোমার ঐ বাণী প্রচারে
যথাকালেই গেলে তুমি আমেরিকা উড়ে
অশ্লীল আর উচ্ছৃঙ্খল সমাজ পেল নামের স্বাদ
সত্যিই তুমি জগৎ গুরু শ্রীল প্রভুপাদ।

অসামাজিক পোশাক পড়তো কি ছেলে, কি মেয়ে
অশ্লীল পপ-গান করতো তারা বাজে পপ-গান গেয়ে
হলিউডের ছবিই ছিল পোশাক ফ্যাশন গুরু
শুরা,আফিম খেয়ে তারা করতো নৃত্য শুরু
‘নামের’ গুণে বুঝলো তারা সবই ছিল বিষাদ
সত্যিই তুমি জগৎ গুরু শ্রীল প্রভুপাদ

জপের মালা গলায় নিয়ে বলছে এখন তারা
প্রেমের গুরু না আসিলে যেতাম বুঝি মারা
ছবি,গানে মত্ত হয়ে করেছি যে ভুল
মৃত্যুর পরেও আরেক জন্মে গুণতে হবে মাশুল,
কি হলিউড,কি বলিউড সবই ধ্বংসের ফাঁদ!
সত্যিই তুমি জগৎ গুরু শ্রীল প্রভুপাদ।

ছাড়বোনা আর জপো মালা,করবো লেখা-পড়া
বৈজ্ঞানিক আবিষ্কার সবই করবো এখন মোরা
আমরাই হবো বিশ্ব সেরা সর্বগুণীজন
এমন কাজই করবো যেনো ভরবে সবার মন।
সেই শিক্ষাটিই দিলে তুমি তাইতো বলতে সাধ
সত্যিই তুমি জগৎ গুরু শ্রীল প্রভুপাদ।

শিশু যেমনি ভালোবাসে আসমানের ঐ শশী
তেমনি করে বলতে হয় আজ তোমায় ভালোবাসি
রাধের যেমনি প্রাণ বাঁচেনা কৃষ্ণ ধ্বনি বিনা
তেমনি পাগল হই যে মোরা তোমার নামটি হীনা
তাইতো প্রভু বিশ্বাস মোদের করবেন আশীর্বাদ
প্রণি তোমায় জগৎ গুরু শ্রীল প্রভুপাদ।

বিঃদ্রঃ কবিতাটি গৌতম প্রভুর অনুরোধে লেখা
০১/০২/২০১৩,সানি ভাইদের ম্যাচ,দর্জিবন্দ,সিলেট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে