প্রবীর বিজয় তালুকদার,মধ্যনগর।।চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার।।

0
189

প্রবীর বিজয় তালুকদার সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার মাছিমপুর গ্রামে ১৯৬৫ সালের ১লা নভেম্বর সম্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহন করেন।তার পিতার নাম প্রদীপ চন্দ্র তালুকদার, তার মাতা লনীবালা তালুকদার। ১ ভাই ৩ বোনের মধ্যে তিনি দ্বিতীয়।
গ্রামের পাঠশালাতেই প্রাথমিক শিক্ষার হাতেখরি,মাধ্যমিক পাশ করেন মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় থেকে।পরে মৌলভী বাজার সরকারী কলেজ থেকে কৃত্বিতের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে প্রাশ্চ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজম্যান্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জণ করেন।ছোটবেলায় তিনি স্বপ্ন দেখতেন নিজেকে মানবতার সেবায় নিয়োজিত করবেন। যার ফলে তিনি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে মুজিব আর্দশিক সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল শাখা ছাত্রলীগের ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রাবস্থাতেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন।কর্মজীবনের শুরুতে একটি মাল্টিন্যাশানাল কোম্পানিতে জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯৭ সালের দিকে নেত্রকোণা জেলার ঐতিহ্যবাহী আওয়ামী পরিবারের সন্তান নিবেদিতা তালুকদারের সাথে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। এছাড়াও তিনি সাবেক মধ্যনগর থানা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও বর্তমান মধ্যনগর থানা আওয়ামীলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।বাংলাদেশের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান ৮২ গ্রাম স্বমন্বিত মধ্যনগর শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়ার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়নে ২০১৬ সালে মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সর্বাধিক ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে সফলতার সাথে জনসেবা পালন করে যাচ্ছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে