ডিঙ্গাপোতা হাওর।।Dingapota।।

0
548

ডিঙ্গাপোতা হাওরঃ

ডিঙ্গাপোতা হাওর (Dingapota Haor) দেশের বড় হাওর গুলোর মধ্যে একটি যা নেত্রকোনা জেলায় অবস্থিত। বর্ষাকালে ডিঙ্গাপোতা হাওরে জলরাশির ঢেউ আর দু’পাড় জুড়ে থাকা সোনালি ও সবুজ ধানের দৃশ্যে মন জুড়িয়ে যায় পর্যটকদের। শুষ্ক মৌসুমে যেখানে সবুজ দিগন্ত, বর্ষাকালে প্রতিটি হাওরে অথৈ জলের ধারা। প্রতিটি হাওর যেমনি নয়নাভিরাম তেমনি সৌন্দর্যমণ্ডিত।

ঢাকা থেকে নেত্রকোনা এর মোহনগন্জ পর্যন্ত সরাসরি তেমন কোন ভাল বাস নেই তবে ট্রেনে যোগাযোগ ব্যবস্থা বেশ ভাল এবং আরামদায়ক। ঢাকা থেকে রাত ১১.৫০ এ কমলাপুর থেকে হাওড়ের এক্সপ্রেস আন্তনগর ট্রেনে চলে যেতে পারেন সরাসরি মোহনগঞ্জে। সকালে গিয়ে পৌছাবেন। স্টেশনের পাশেই নাস্তা করে অটো/লেগুনা অথবা ভাড়া বাইকে করে চলে যাবেন তেতুলিয়া ঘাট।

তেতুলিয়া ঘাটে ট্রলার সবসময় থাকে। অগ্রিম বুকিং দেওয়ার প্রয়োজন নেই।

মোহনগঞ্জে হোটেল হাওড় ইন এখন সবচেয়ে ভাল। তাছাড়া পান্না গেস্ট হাউজ এবং হোটেল শাপলাও থাকার জন্য নিরাপদ জায়গা। খাওয়ার জন্য মোহনগঞ্জ জেবি মার্কেটের পাশে আনন্দ হোটেল ভাল। যদি হাওড়ে দুপুরে খেতে চান সেক্ষেত্রে ট্রলারের মাঝিদের বললে তারা রান্না-বান্নার ব্যাবস্থা করতে পারবে।

ঢাকা থেকে মোহনগঞ্জ ট্রেনের ভাড়া শোভন চেয়ার ২২০ টাকা। মোহনগন্জ থেকে অটো/লেগুনা ভাড়া জন প্রতি ৩০ টাকা এবং সারাদিন ট্রলার ভ্রমন ট্রলারের সাইজ অনুযায়ী ৮০০ থেকে ৩০০০ টাকা।

থাকার হোটেল ১০০- ১,০০০ টাকা।

লেখাঃ সংগৃহিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে