কবি এস ডি সুব্রত।S D Subrata।এসডি সুব্রত

0
448

কবি এসডি সুব্রত একজন হাওরাঞ্চলের বিশিষ্ট লেখক।লেখালেখির পাশাপাশি চাকুরি করেন।হাওর ভিত্তিক সাহিত্য ও সেবামূলক সংগঠন হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা (হাসুস) বাংলাদেশ’র সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।লেখালেখি ছাড়াও লেখালেখিতে জড়িত সকলকে উৎসাহ দিয়ে চলেন তিনি।তাঁর বিস্তারিত নিচে প্রদত্ত হলো-

নাম: এস ডি সুব্রত
লেখালেখির বিষয়: লেখালেখির প্রধান বিষয় কবিতা। এছাড়া গল্প , উপন্যাস , প্রবন্ধ ও গান লেখা।
প্রকাশিত গ্রন্থের নাম:
১. ফেলছ কি চোখের জল (কাব্যগ্রন্থ- বইমেলা ২০১৬)
২. কেন মেঘ জমে ( কাব্যগ্রন্থ- বইমেলা ২০১৯)
৩. শিরোনামহীন ( কাব্যগ্রন্থ- বইমেলা- ২০২০)
৪. অবশেষে কথা রাখোনি ( উপন্যাস- বইমেলা-২০২০)
৫. Nomadic Life (poem – Book Fair- 2020)
৬. বৃষ্টির নূপুর ( কাব্যগ্রন্থ- বইমেলা- ২০২১)
৭. অজান্তিকা ( ছোট গল্প- বইমেলা ২০২১)
৮. বাংলা ভাষা ও সাহিত্য ( প্রবন্ধ- বইমেলা- ২০২১)
পুস্তিকা:
১ . হাওরবাসীর কান্না ( ২০১৭)
যৌথ কাব্যগ্রন্থ:
১. ভাটিকন্যা (২০১৯)

পিতা: রাধারমন দাস
মাতা: প্রিয় মায়া দাস
স্ত্রী : অনিতা দাস
জন্ম: ৩১.১০.১৯৭৫
ঠিকানা: (স্থায়ী)
গ্রাম – সরসপুর
পো: কাদিরগঞ্জে
উপজেলা- শাল্লা
জেলা: সুনামগঞ্জ।
ঠিকানা ( বর্তমান):
নিলয় -১৪, নতুন পাড়া, সুনামগঞ্জ।
পেশা : পরিদর্শক
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
প্রিয় শখ: লেখালেখি ও বই পড়া।

সংগঠন সংশ্লিতা:
সহ-সভাপতি- জেলা সাহিত্য পরিষদ, সুনামগঞ্জ।
যুগ্ম সম্পাদক- কালিদহ সাহিত্য পরিষদ, সুনামগঞ্জ।
সহ-সভাপতি- হাসুস , সুনামগঞ্জ জেলা শাখা ( হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা)
পুরস্কার: উদ্ভাসিত মুখ সুপার স্টার এওয়ার্ড।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে