ইসলামের প্রধান চার খলিফার নাম ও শাসনকাল

0
6524

ইসলামের প্রধান খলিফা কয়জন?
ইসলামের প্রধান খলিফা ছিলেন চারজন।

১।হযরত আবুবকর রাদ্বিয়াল্লাহু আনহু

জন্মগ্রহণ করেছেন ৫৭৩ খ্রিষ্টাব্দে।উপাধি সিদ্দিক।পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন।মারা যান ৬৩৪ খ্রিষ্টাব্দে(হিজরি১৩ সালে)।শাসনকাল ছিল ২ বছর ৩ মাস।

২।হযরত উমার রাদ্বিয়াল্লাহু আনহু

জন্মগ্রহণ করেছেন ৫৮৪ খ্রিষ্টাব্দে।উপাধি ফারুক।মারা যান ৬৪৪ খ্রিষ্টাব্দে(হিজরি ২৩ সালে)।শাসনকাল ছিল ১০ বছর।

৩।হযরত উসমান রাদ্বিয়াল্লাহু আনহু

জন্মগ্রহণ করেছেন ৫৭৯ খ্রিষ্টাব্দে।উপাধি যুননুরাইন।মারা যান ৬৫৬ খ্রিষ্টাব্দে(হিজরি ৩৫ সালে)।শাসনকাল ছিল ১২ বছর।

৪।হযরত আলী রাদ্বিয়াল্লাহু আনহু

জন্মগ্রহণ করেছেন ৬০১ খ্রিষ্টাব্দে।উপাধি আসাদুল্লাহ।বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন।মারা যান ৬৬১ খ্রিষ্টাব্দে(হিজরি ৪০ সালে)।শাসনকাল ছিল ৫ বছর।

তথ্যসূত্রঃ qoura.com

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে