হাসুস’র ২৩ তম সাহিত্য আসরের ফলাফল ঘোষনা

0
114

সাহিত্য উন্নয় সংস্থা (হাসুস) বাংলাদেশ এর ২৩ তম সাহিত্য আসরের ফলাফল আজ শুক্রবার ঘোষণা করা হয়েছে। গত বৃহষ্পতিবার থেকে ২ দিন ব্যাপী হাসুস বাংলাদেশ এর অনলাইন ফেসবুক গ্রুপে চলমান প্রতিযেোগিতায় প্রায় শতাধিক কবি, লেখক তাদের লেখা দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সর্বশেষ আজ শুক্রবার বেলা ১২ টায় প্রতিযোগিতা সমাপ্ত ঘোষিত হয়। এবারের প্রতিযোগিতায় ৭ জন বিজয়ী ও এক জন সেরা পাঠক নির্বাচিত হন। বিজয়ীরা হলেন – কবি মোহাম্মদ আব্দুল হক, কবি মো: নজরুল ইসলাম, কবি মোছাব্বির হোসেন, কবি কামরুল ইসলাম অভি, কবি শামীম আহমদ জয়, কবি আকাশ সরকার, কবি কংকন সরকার। তারা সবাই কবিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এই পর্বের সেরা পাঠক নির্বাচিত হন কবি সিরাজুল ইসলাম কাব্য।

জানতে চাইলে সংগঠনটির সাধারণ সম্পাদক জেনারুল ইসলাম জানান, হাসুস’র প্রতিষ্ঠাতা হাওরকবি জীবন কৃষ্ণ সরকার তৃণমূল হাওরে সাহিত্য ভাবনা জাগিয়ে তুলতে রাত-দিন নিরলস চেষ্টা করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে আজ হাসুস’র ২৩ তম ত্রৈমাসিক সাহিত্য প্রতিযোগিতা সম্পন্ন হলো। এর মধ্য দিয়ে হাওরে তরুণ লেখক,কবিদের মধ্যে বেশ উৎফুল্লতা লক্ষ্য করা গেছে। আশা রাখছি এই প্রতিযোগিতা নিয়মিত চালু রাখতে পারলে হাওরের সাত জেলার তৃণমূল পর্যায় থেকে অনেক কবি, লেখক বেরিয়ে আসবে যা কোন একসময় জাতীয় পর্যায়ে দেশ উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে