হাসান আজিজুল হক (২ ফেব্রুয়ারি ১৯৩৯–১৫ নভেম্বর ২০২১)
ছিলেন একজন বাংলাদেশী ঔপন্যাসিক ও ছোট গল্পকার। বাংলা ভাষার অন্যতম প্রধান কথাসাহিত্যক হিসেবে পরিগণিত। ষাটের দশকে আবির্ভূত এই কথাসাহিত্যিক তার সুঠাম গদ্য এবং মর্মস্পর্শী বর্ণনাভঙ্গির জন্য প্রসিদ্ধ। জীবনসংগ্রামে লিপ্ত মানুষের কথকতা তার গল্প-উপন্যাসের প্রধানতম অনুষঙ্গ। রাঢ়বঙ্গ তার অনেক গল্পের পটভূমি।
আগুনপাখি (২০০৬) হক রচিত প্রথম উপন্যাস। তিনি ১৯৭০ খ্রিষ্টাব্দে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। বাংলাদেশ সরকার তাকে ১৯৯৯ খ্রিষ্টাব্দে একুশে পদকে ও ২০১৯ খ্রিষ্টাব্দে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।
অসামান্য গদ্যশিল্পী তার সার্বজৈবনিক সাহিত্যচর্চার স্বীকৃতি স্বরূপ ২০১৮ সালের সেপ্টেম্বরে “সাহিত্যরত্ন” উপাধি লাভ করেন।
গল্পগ্রন্থ
১ সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য (১৯৬৪),
২ আত্মজা ও একটি করবী গাছ (১৯৬৭),
৩ জীবন ঘষে আগুন ১৯৭৩
৪ নামহীন গোত্রহীন ১৯৭৫
৫ পাতালে হাসপাতালে ১৯৮১
৬ নির্বাচিত গল্প ১৯৮৭
৭ আমরা অপেক্ষা করছি ১৯৮৮
৮ রাঢ়বঙ্গের গল্প ১৯৯১
৯ রোদে যাবো ১৯৯৫
১০ হাসান আজিজুল হকের শ্রেষ্ঠগল্প ১৯৯৫
১১ মা মেয়ের সংসার ১৯৯৭
১২ বিধবাদের কথা ও অন্যান্য গল্প ২০০৭
উপন্যাস
১ আগুনপাখি ২০০৬
২ সাবিত্রী উপাখ্যান ২০১৩
৩ শামুক ২০১৫
উপন্যাসিকা
বৃত্তায়ন (১৯৯১)
শিউলি (২০০৬)
প্রবন্ধ
১ কথাসাহিত্যের কথকতা ১৯৮১
২ চালচিত্রের খুঁটিনাটি ১৯৮৬
৩ অপ্রকাশের ভার ১৯৮৮
৪ সক্রেটিস ১৯৮৬
৫ অতলের আধি ১৯৯৮
৬ কথা লেখা কথা ২০০৩
৭ লোকযাত্রা আধুনিক সাহিত্য ২০০৫
৮ একাত্তর : করতলে ছিন্নমাথা ২০০৫
৯ ছড়ানো ছিটানো ২০০৮
১০ কে বাঁচে কে বাঁচায় ২০০৯
১১ বাচনিক আত্মজৈবনিক ২০১১
১২ চিন্তন-কণা ২০১৩
১৩ রবীন্দ্রনাথ ও ভাষাভাবনা ২০১৪
শিশুসাহিত্য
লালঘোড়া আমি (১৯৮৪ সালে প্রকাশিত কিশোর উপন্যাস)
ফুটবল থেকে সাবধান (১৯৯৮ সালে প্রকাশিত শিশুতোষ গল্প)
স্মৃতিকথা/আত্মজীবনীমূলক
ফিরে যাই, ফিরে আসি (১ম অংশ, ২০০৯)
উঁকি দিয়ে দিগন্ত (২য় অংশ, ২০১১)
টান (২০১২)
লন্ডনের ডায়েরি (২০১৩)
এই পুরাতন আখরগুলি (৩য় অংশ, ২০১৪)
(তথ্য উইকিপিডিয়া থেকে সংগৃহীত)