Profile।।লেখক পরিচিতি।।হাওরকবি জীবন কৃষ্ণ সরকার।।Jiban Krishna Sarker।।
হাওরকবি জীবন কৃষ্ণ সরকার একজন হাওরবাদী লেখক ও গবেষক।হাওর বিষয়ক মুক্ত কোষ হাওরপিডিয়া’র প্রতিষ্ঠাতা ও সম্পাদক তিনি। ২০০৪ সাল থেকে তিনি হাওর ও হাওরের সমস্যা,সম্ভাবনা নিয়ে কবিতা,কলাম,নাটক লিখে যাচ্ছেন নিয়মিত।হাওর নিয়ে লেখালেখির দরুন পাঠক মহল তাঁকে হাওরকবি হিসেবে অভিহিত করেছে।তাই তিনি মূলত হাওরকবি হিসেবেই সমধিক পরিচিত তাঁর পাঠক মহলে।বলা চলে হাওরের এক অকুতোভয় সাহিত্য সৈনিক হাওরকবি। তৃণমূল হাওরে উন্নয়ন ভাবনা ছড়িয়ে দিতে ২০১৮ সালের ৪ঠা জানুয়ারী তিনি গঠন করেন হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা(হাসুস) বাংলাদেশ নামে হাওর ভিত্তিক দেশের প্রথম সাহিত্য ও সামাজিক সংগঠন।সংগঠনটির সদস্যরা হাওরের সাত জেলায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।এর আগে তৃণমূল হাওরে সাহিত্য ভাবনা জাগিয়ে তুলতে ২০১৭ সালে প্রতিষ্ঠা করেন হাওরসাহিত্য ভিত্তিক দেশের প্রথম গণপাঠাগার “কেন্দ্রীয় হাওরসাহিত্য গণপাঠার” বংশীকুন্ডা।পাঠাগারটি সুনামগঞ্জ জেলার দুর্গম হাওরাঞ্চল মধ্যনগর উপজেলাধীন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন সদরে অবস্থিত।উল্লেখ্য হাওরের সুখ দুঃখ নির্ভর সাহিত্য “হাওরসাহিত্য”র জনক বলা হয় তাঁকে।তিনিই প্রথম হাওরের সাহিত্যটাকে “হাওরসাহিত্য” নামে অভিহিত করে দেশে প্রথম “হাওরসাহিত্য” নামকরণ করে “কেন্দ্রীয় হাওরসাহিত্য গণপাঠাগার” নামে বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রনালয়ের অধীনে জেলা গণগ্রন্থাগারের আওতাধীন উক্ত পাঠাগারটিকে নিবন্ধন করেন।২০২১ সালের ১৪ই ফেব্রুয়ারী প্রতিষ্ঠা করেন হাওরের মুক্ত কোষ “হাওরপিডিয়া”।এ পর্যন্ত ৩০০০০০(তিন লক্ষ) এর ও অধিক পাঠক হাওরপিডিয়া ভিজিট করেছেন যা একটি মাইল ফলক।হাওরের সমস্যা সম্ভাবনা সকল কিছু সার্চ দিলে পাওয়া যাচ্ছে হাওরপিডিয়াতে যা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ রুপায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে হাওরাঞ্চলে।লেখা লেখি,সাহিত্য জগতেও রয়েছে হাওরকবির অনন্য অবদান।তাঁর উল্যেখযোগ্য গ্রন্থগুলো হলো মাটির পুতুল(কাব্যগ্রন্থ-২০১৬),স্মৃতির অবয়ব (কাব্যগ্রন্থ- যৌথ- ২০১৬),হাওরবিলাপ(কাব্যগ্রন্থ-২০১৭),হাওর মোদের জীবন মরণ(কাব্যগ্রন্থ-২০১৮),গাঙচিলকণ্ঠ(কাব্যগ্রন্থ- ২০১৯) হাওর পারের নাইয়া (কাব্যগ্রন্থ-২০২৩), হাওরের গল্প কথা (প্রবন্ধ-২০২৩)। সম্পাদনাতেও পিছিয়ে নেই তিনি।হাওরের তরুণ প্রজন্মকে সাহিত্যমূখী করে গড়ে তুলতে সম্পাদনা করছেন হাওরপিডিয়ার প্রিন্ট ভার্সন,মধ্যনগর দর্পণ(উপজেলা-উত্তর মধ্যনগরের প্রথম প্রিন্ট পত্রিকা)।প্রবন্ধ সাহিত্যেও হাওরকবির বিশাল অবদান।এখন পর্যন্ত হাোর নিয়ে ১০ টির অধিক গবেষণামূলক মৌলিক প্রবন্ধ রয়েছে।এ ছাড়াও সবমিলিয়ে ১০০ এর অধিক গবেষণামূলক প্রবন্ধ রয়েছে যা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত। তার একটি সারাজাগানো প্রবন্ধ “হাওর বিশ্ববিদ্যালয় স্থাপন সময়ের দাবি”। এই প্রবন্ধটি গত ২৪ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক ভোরের দর্পণের প্রথম পৃষ্ঠার শিরোনামে দ্বিতীয় গুরুত্বপূর্ণ আর্টিকেল হিসেবে স্থান দখল করে।এছাড়াও বিভিন্ন স্থানীয়,জাতীয় সাহিত্য সম্মেলনে নিয়মিত অংশগ্রহণ করে চলেছেন তিনি।বই কবির নিত্য সঙ্গী।অবসরকালীন সময়ে বই পড়াই কবির প্রিয় বিষয়।কবি সকলের আশীর্বাদ/দোয়া প্রার্থী।
মোবাঃ ০১৫৭২১০৯৬২৮, হোয়াটসআপঃ০১৯০৪৬৭৩১৯৩
Facebook:Jiban Krishna Sarker
Mail: haorkobijibankrishna@gmail.com
২৪ সেপ্টেম্বর ২০২১ এ জাতীয় দৈনিক ভোরের দর্পণে প্রকাশিত কবির “হাওর বিশ্ববিদ্যালয় স্থাপন সময়ের দাবি” প্রবন্ধটি শীর্ষ চার আর্টিকেলের ২য় স্থান অর্জন করে।
জাতীয় দৈনিক সময়ের আলোতে প্রকাশিত হাওর মন্ত্রনালয় স্থাপনের দাবি সম্বলিত হাওরকবির প্রবন্ধটি এক সময় ব্যপক ভাইরাল হয়েছিল।
গুগল র্যাংকিং এ ২ কোটি ৮১ লক্ষ প্রোফাইলকে পেছনে ফেলে হাওরকবি জীবন কৃষ্ণ সরকারের প্রোফাইল প্রথম স্থানে।
হাওরকবি’র শিক্ষাজীবনঃ
বিএস,সি অনার্স (২০১১),এমএসসি (গণিত)(২০১২),শাহজালাল বিজ্ঞাণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,সিলেট।
পেশাঃ লেখালেখি, শিক্ষকতা,সাংবাদিকতা।গণিত শিক্ষক, প্রগতি উচ্চ বিদ্যালয়,দঃসুরমা,সিলেট।
ফ্রি- ল্যান্স সাংবাদিক,সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান,বঙ্গনিউজ।
প্রকাশিত গ্রন্থসমূহঃ
১। মাটির পুতুল(২০১৬)-কাব্যগ্রন্থ
২। হাওরবিলাপ(২০১৭)-কাব্যগ্রন্থ
৩। হাওর মোদের জীবন মরণ(২০১৮)-কাব্যগ্রন্থ
৪। হাওর পারের নাইয়া (২০২৩)- কাব্যগ্রন্থ
৫। স্মৃতির অবয়ব (২০১৬) (যৌথ কাব্যগ্রন্থ) (দুই বাংলার ১৪ জন স্বনামখ্যাত কবিদের নিয়ে/ বাংলা একাডেমীর বর্তমান পরিচালক হাবীবুল্লাহ সিরাজী এটাতে রয়েছেন)।
সম্পাদনা:
১। হাওর বিষয়ক মুক্ত কোষ “হাওরপিডিয়া”(সেপ্টেম্বর-২০২১),
২। মধ্যনগর দর্পণ(ফেব্রুয়ারী-২০২২)(উপজেলা-উত্তর মধ্যনগরের প্রথম প্রিন্ট পত্রিকা)
৩। অনলাইন “হাওরপিডিয়া”
৪।সাহিত্য সম্পাদক,অনলাইন পোর্টাল “আমাদের সুনামগঞ্জ”
লেখার বিষয় ও লেখার পরিমাণ
হাওর বিষয়ক কবিতা,প্রবন্ধ,নাটক ইত্যাদি,সাথে চলমান সমসাময়িক লেখা।
প্রকাশিত বইঃ ৩ টি
কবিতাঃ লিখিত কবিতার পরিমান ৫০০ এর অধিক।
প্রবন্ধঃ প্রায় ১০০ প্রবন্ধ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত।
প্রকাশের অপেক্ষায়ঃ১০টি গ্রন্থ,একটি উপন্যাস,একটি নাটক।
সাংগঠনিক সংশ্লিষ্টতাঃ
১। প্রতিষ্ঠাতা শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদকঃ বংশীকুন্ডা ছাত্র কল্যাণ পরিষদ,সিলেট; (২০০৮)
২। সাবেক সহসভাপতি ও প্রতিষ্ঠাতা সহ সাধারন সম্পাদক,মধ্যনগর স্টুডেন্ট এসোসিয়েশন, সাস্ট;(২০১০)
৩। সহসভাপতি বাংলাদেশ কবি সভা,সিলেট জেলা শাখা,(২০১৮)
৪। সহসভাপতি,জালালাবাদ কবি ফোরাম, সিলেট।(২০১৮)
৫। প্রতিষ্ঠাতা ও সভাপতি বংশীকুন্ডা সাহিত্য সংসদ,ধর্মপাশা,সুনামগঞ্জ।(২০১৭)
৬। সাধারণ সম্পাদক,বিশ্ব কবি লেখক ফোরাম,সিলেট বিভাগীয় শাখা(২০১৮) ;
৭। সাংগঠনিক সম্পাদক,হাওর পাড়ের ধামাইল বাংলাদেশ,মধ্যনগর শাখা(২০১৮)।
৮। সাধারন সম্পাদক,গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ,সুনামগঞ্জ জেলা শাখা(২০১৮-২০১৯)।
৯। জাতীয় কার্যনির্বাহী সদস্য,বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ ২০২২-২৪ ইং
পুরস্কার,সমাননা
১। জালালাবাদ কবি ফোরাম কর্তৃক তরুণ কবি সম্মাননা ২০১৬
২। অমরত্ব সাহিত্য পরিষদ কর্তৃক অমরত্ব সম্মাননা-২০১৯ (ভারত)
৩। প্রিয়জন কাব্য পরিষদ কর্তৃক কবি ও সংগঠক সম্মাননা-২০১৯
গুণীজনের সান্নিধ্য ও একান্ত আড্ডা
১। নির্মলেন্দুগুণ,কবি, ৩ জানুয়ারী ২০১৯, কঁচিকাচার মেলা, ঢাকা
২। অসীম সাহা, কবি, ৩ জানুয়ারী ২০১৯, কঁচিকাচার মেলা, ঢাকা
৩। নূরুল হুদা, জাতিসত্বার কবি,৩ জুন ২০২৩, কাজী নজরুল অডিটোরিয়াম, সিলেট
৪। আনিসুল হক, কথাহিত্যিক, ব্যবস্থাপনা সম্পাদক প্রথম আলো, বাতিঘর, সিলেট
৫। আনোয়ারা সৈয়দ হক, কথাসাহিত্যিক,(সব্যস্যচী শামসুল হকের স্ত্রী), ১৩ জুন ২০২৩, বাতিঘর, সিলেট
৬। জাতিসত্তার কবি নূরুল হুদা রচিত ‘মুজিব মৌলিক’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠাণ,২৫ আগস্ট,২০২৩, বাতিঘর, সিলেট।
হাওরকবি’র পারিবারিক পরিচিতি
পিতাঃ সুধির রঞ্জন সরকার
মাতাঃ মিলন রাণী সরকার
গ্রামঃ বাট্টা,উপজেলাঃ মধ্যনগর
জেলাঃ সুনামগঞ্জ।
জন্ম তারিখঃ ০৪/০১/১৯৮৭ ইং
তিন ভাই দুই বোনের মাঝে কবি সবার বড়
স্ত্রীঃ বিনতা কৃষ্ণ সরকার
পুত্রঃ বিজয় কৃষ্ণ সরকার
ছোট ভাই নীল রতন সরকার প্রাইমারী শিক্ষক।
অনলাইন গ্রুপ প্রতিষ্ঠাতা ও এডমিন
১। প্রতিষ্ঠাতা, প্রধান এডমিন হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা(হাসুস) বাংলাদেশ অনলাইন সাহিত্য গ্রুপ(২০১৯)
২। প্রতিষ্ঠাতা ও প্রধান এডমিনঃ হাসুস হাওর সমাচার ডটকম
৩। প্রতিষ্ঠাতা ও প্রধান এডমিনঃ সাস্ট কর্ণার(২০২০)
৪। প্রতিষ্ঠাতা ও প্রধান এডমিনঃ মধ্যনগর দর্পণ(২০২১)
৫। প্রতিষ্ঠাতা ও প্রধান এডমিনঃ বাংলাদেশ শিক্ষক উন্নয়ন সংস্থা(২০২১)
৬। প্রতিষ্ঠাতা ও প্রধান এডমিনঃ বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় পরিবার
৭।প্রতিষ্ঠাতা ও প্রধান এডমিনঃ লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিবার
৮।প্রতিষ্ঠাতা ও প্রধান এডমিনঃ নান্দনিক বংশীকুন্ডা
যেসব সংগঠন ও প্রতিষ্ঠাণ নিজে প্রতিষ্ঠা করেছেন
১। কেন্দ্রীয় হাওরসাহিত্য গণপাঠাগার,বংশীকুন্ডা,মধ্যনগর,সুনামগঞ্জ(২০১৭)(হাওর ভিত্তিক দেশের প্রথম ও একমাত্র সাহিত্য পাঠাগার)
২। হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা(হাসুস) বাংলাদেশ(২০১৮)
৩। প্রতিষ্ঠাতা ও সমন্বয়,হাসুস রক্তদান ইউনিট সিলেট(২০১৯)।
৪। ব্যবস্থাপনা পরিচালক,স্বপ্নীল হাওর টিভি(অনলাইন চ্যানেল)।(২০১৯)
৫। প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান,হাসুস অনলাইন স্কুল,সিলেট(হাওরবাংলার সর্বাধিক ফলোয়ার সম্বলিত ডিজিটাল শিক্ষার ফ্ল্যাটফর্ম-২০২০)
৬। হাওরপিডিয়া(হাওরের একমাত্র মুক্ত কোষ)(২০২১)
৭। মধ্যনগর দর্পণ(উপজেলা-উত্তর মধ্যনগরের প্রথম প্রিন্ট পত্রিকা)(২০২২)
হাওরকবির লেখালেখির শুরুকালের ইতিহাস
প্রথম প্রকাশিত কবিতাঃ সাবাস বাঙালি, মধ্যমণি,২০০৯ সাল।( মধ্যনগর স্টুডেন্ট এসোসিয়েসন সাস্ট নামক একটি সংগঠন কর্তৃক প্রকাশিত ম্যাগাজিন) পরবর্তিতে কবিতাটি মাটিরপুতুল কাব্যগ্রন্থে লিপিবদ্ধ হয়।উল্যেখ্য বংশীকুন্ডা উত্তর ও দক্ষিণ ইউনিয়নের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ “মাটির পুতুল”।
লেখালেখির শুরুঃ ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নকালে(১৯৯৮), কিন্তু ২০০৪ সালের বিভিষিকাময় বন্যায় রাতে হঠাৎ সুনামগঞ্জ লজিং বাড়ির বিছানায় পানি উঠায় প্রচন্ড শ্রোতে পান্ডুলিপিটি হারিয়ে যায়।
প্রিয় জিনিসঃ বই পড়া,বই লেখা ও ভ্রমণ।
আয়োজিত সাহিত্য সামাজিক প্রোগ্রামঃ
১। ডাঃ মিরাজ উদ্দিন স্মরণে ১ম হাওরসাহিত্য উৎসব-২০১৮,স্থানঃ লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়,দাতিয়াপাড়া,সুনামগঞ্জ।
২। সুনামগঞ্জ হাসুস’র অভিষেক সাহিত্য আড্ডা-২০১৯,স্থানঃ সুনামগঞ্জ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী
৩। প্রয়াত প্রনয় সরকার স্মরণে শোক সভা-২০২০,স্থানঃ সিলেট মেট্রোপলিটন ল কলেজ,সিলেট।
যে সব পত্রিকায় হাওরকবির লেখা প্রকাশিত হয়েছে (পত্রিকা):
দৈনিক প্রিন্ট পত্রিকা
জাতীয় দৈনিক
১। ভোরের দর্পণ ২। আজকের দর্পণ ৩। সময়ের আলো
স্থানীয় পত্রিকা
১। দৈনিক সিলেটের ডাক ২। দৈনিক সবুজ সিলেট ৩। দৈনিক উত্তরপূর্ব ৪। দৈনিক শুভ প্রতিদিন ৫। সুনামগঞ্জের আলো ৬। দৈনিক সুনামগঞ্জের ডাক ৭। দৈনিক হিজল-করচ।
অনলাইন পত্রিকা:
১। দৈনিক শিক্ষা(জাতীয়),২। বঙ্গনিউজ ডটকম(জাতীয়),৩। সুনামগঞ্জমিরর,
৪। সুনামগঞ্জের আলো,৫। আলোকিত সুনামগঞ্জ,৬।দৈনিক সুনামগঞ্জের ডাক ৭। দৈনিক সুনামগঞ্জের সময়, ৮। আমাদের জামালগঞ্জ, ৯। দৈনিক হিজলকরচ,১০।দৈনিক সবুজ সিলেট। ১০।দৈনিক আমাদের সুনামগঞ্জ
সাময়িক নিউজ পত্রিকা
১।আমাদের সুনামগঞ্জ ২।হাওরকণ্ঠ ৩। আমাদের জামালগঞ্জ ৪। মধ্যনগর দর্পণ
ম্যাগাজিনঃ
১।তরঙ্গ ২। মধ্যমণি ৩। গাঙচিলকণ্ঠ ৪। বিজয়পত্র ৫। সুরমার মোহনা ৬। ত্রৈমাসিক অঙ্গজা ৭। ত্রৈমাসিক ভাটিবৃন্থ
সাময়িক সাহিত্য পত্রিকা
১। হাওরপিডিয়া ২। মেঠোসুর ৩। গাঙ্গুর ৪। পত্রমিতালি
সাংবাদিকতাঃ
১। বঙ্গ নিউজ ডটকম
২। আমাদের সুনামগঞ্জ ডটকম
৩। আমাদের জামালগঞ্জ ডটকম
৪। সাবাস সিলেট ডটকম
৫। মধ্যনগর দর্পণ
গুরুত্বপূর্ণ সেমিনারে অংশগ্রহণ
১।শাহ আব্দুল করিম সাহিত্য উৎসব ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠাণ জুলাই- ২০১৪,কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হলরুম,সিলেট
২।প্রথম হাওরসাহিত্য উৎসব-সেপ্টেম্বর,২০১৮,লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়,বংশীকুন্ডা, সুনামগঞ্জ
৩। প্রিয়জন সাহিত্য উৎসব ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠাণ-৩ জানুয়ারী,২০১৯,ঢাকা
৪।,দ্বিতীয় হাওরসাহিত্যউৎসব ২৭ সেপ্টেম্বর, ২০১৯,শহিদ জগৎজ্যোতি পাঠাগার,সুনামগঞ্জ
৫। মধ্যনগর বইমেলা উদ্বোধনী অনুষ্ঠান ২২ ফেব্রুয়ারী ২০২২,মধ্যনগর শহিদ মিনার, মধ্যনগর
৬। বংশীকুন্ডা ছাত্রকল্যাণ পরিষদ আয়োজিত ‘এক যুগ পেরিয়ে প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক সেমিনার- ২৩ সেপ্টেম্বর-২০২২,কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ,সিলেট।
৭। বাংলা একাডেমি ও সুনামগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জেলা সাহিত্য সম্মেলন -২০২৩ (১৯/০১/২৩)
৮। বাংলা একাডেমী ও সিলেট জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সিলেট বিভাগীয় সাহিত্য মেলা-২০২৩ (০৩/০৬/২৩)
নিয়মিত ফেসবুক লাইভ প্রোগ্রাম আয়োজন
১। হাসুস লাইভ কবি,কবিতা ও সাহিত্য আলোচনা
২। হাসুস লাইভ হাওরের গল্প
হাওরকবি সম্পর্কে বিশদ জানতে এই সাইটে আরো নিচের শিরোনামগুলো সার্চ দিয়ে বিস্তারিত জানতে পারবেন।
১। বইয়ের ফেরিওয়ালা ও একজন হাওরকবি
২। একজন জীবন কৃষ্ণ হাজারো প্রাণের প্রেরণা
৩। হাওরসাহিত্য পাঠাগার ও জীবন কৃষ্ণ
৪। জীবনের শেষ অবধি হাওর ও হাওরের সাহিত্যের জন্য কাজ করে যেতে চাই
৫।জীবন কৃষ্ণের বই ও প্রচ্ছদ সমূহ
৬। জীবন কৃষ্ণ সরকারের প্রবন্ধ সমূহ
৭।জীবনকৃষ্ণ সমগ্র
৮।হাওরকবি জীবন কৃষ্ণ সরকারের বংশ পরম্পরা
৯। জীবন কৃষ্ণ সরকারকে নিয়ে প্রকাশিত নিবন্ধ সমূহ
১০।হাওরবাসীর বাস্তব প্রতিকৃতি হাওরকবির “হাওরবিলাপ”
হাওরকবি জীবন কৃষ্ণ সরকার সম্পাদিত পত্রিকা দুটি প্রিন্ট পত্রিকা
বাংলা একাডেমি ও সুনামগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জেলা সাহিত্য সম্মেলন -২০২৩ (১৯/০১/২৩) এ সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে কবিতা আবৃত্তিরত অবস্থায় হাওরকবি জীবন কৃষ্ণ
দৈনিক প্রথম আলো’র ব্যবস্থাপনা সম্পাদক, বাংলা একাডেমি পদকপ্রাপ্ত প্রখ্যাত কথাসাহিত্যিক জনাব আনিসুল হক স্যারের হাতে হাওরকবির ‘হাওর পারের নাইয়া’
এটিএন নিউজের পর্দায় হাওরকবি(চশমা পরিহিত),১৯/০১/২০২৩,বৃহষ্পতিবার
নিচে কিছু বিশিষ্ট বর্গ মানুষের সাথে হাওরকবির ছবি
জীবন্ত কিংবদন্তি, জাতিসত্বার কবি,একুশে পদক প্রাপ্ত কবি, বাংলা একাডেমীর মহাপরিচালক,জনাব নূরুল হুদা সাহেবের হাতে হাওরকবির হাওর পারের নাইয়া
সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. রমা বিজয় সরকার মহোদয়ের সাথে হাওরকবি।
নেত্রকোনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জনাব আশিকনূর’র সাথে হাওরকবি
কারিকুলাম-২৩ এর বাংলা বইয়ের সম্পাদক,বিশিষ্ট লেখক ও গবেষক ড. জফির সেতু স্যারের সাথে হাওরকবি
জাতীয় দৈনিকে প্রকাশিত কিছু প্রবন্ধ