হাওরকবিকে উৎসর্গ করে আব্দুল করিম স্যারের দুটি কবিতা

0
151

সময়ের অন্যতম জনপ্রিয় লেখক হাওরকবি জীবন কৃষ্ণ সরকারকে উৎসর্গ করে সিলেট বিভাগের খ্যাতনামা প্রতিষ্ঠাণ সৈয়দ কুতুব জালাল মডেলে স্কুল এন্ড কলেজের স্বনামধন্য সাবেক প্রধান শিক্ষক জনাব আব্দুল করিম স্যারের দুটি কবিতা…

তোমায় খুঁজে নেব
—- মো : আব্দুল করিম

হে জীবন কৃষ্ণ সরকার
তোমায় খুঁজে পাই নজরুলের বাঁশিতে
কিম্বা খুঁজে পাই মধুসূদনের মেঘনাদবধ কাব্যে।
তোমায় খুঁজে পাই বিশ্বকবির সোনার তরীতে
কিম্বা খুঁজে পাই জসীম উদ্দিনের কবর কবিতায়।
তোমায় খুঁজে পাই শামসুর রহমানের স্বাধীনতার মাঝে
কিম্বা খুঁজে পাই গায়ক হায়দারের ৩০ বছর ধরে।
তোমায় খুঁজে পাই হাওরের পানির গভীরে
কিম্বা খুঁজে পাই হাওরের ডুবা ধানের মাঝে।
তোমায় খুঁজে পাই বঙ্গবন্ধুর অগ্নিঝরা মার্চে
কিম্বা খুঁজে পাই পল্টনের রেসকোর্স ময়দানে।
তুমি চিরকাল বেঁচে থাকবে সাহিত্যের পরতে পরতে
পদ্মা মেঘনা যমুনার অতল গভীরে জলে।
প্রিয়ার গোপন চাহনি কিম্বা অধর ঠোঁটে
শাহজাহানের তাজমহল কিম্বা চন্ডীদাশের প্রেমের ভুবনে।
বেঁচে থাকো চিরকাল এই ধরনীর মাঝে
তুমি বেঁচে থাকবে অমর তোমার সকল কাজে।

রচনাকাল : ৭ এপ্রিল ২০২৩

হাওর কবি
—- মো : আব্দুল করিম

কবি জীবন কৃষ্ণ সরকার
হাওর পারে জন্ম যার নাই কোন অহংকার।
তোমায় দেখেছি কাল বৈশাখীর ঝরে
জলে জলময় নিলাদ্রী কিম্বা স্মৃতির তরে।
কত জনে নির্বাসনে যার জাঙ্গাল ভাঙার পানি
প্রণয় তুমি চিরকালের চিরদিনের আমি জানি।
তোমায় দেখতে পাই গৃহহীনের কান্নার মাঝে
জাগো হৃদয়ে কিম্বা আঁধার বেলার মাঝে।
গণিত তোমার ভালোবাসা প্রিয়ার অধর মাঝে
কৃপা করো হে দয়াময় ভালো কাজে।
বিরাট জলে রাশি হাওরবাসীর ডুবো ধানে
কৃষকের কান্না গৃহহীন মানুষের উঠানে।
শূণ্যের উপর বসতি তোমার মহাশূণ্যের পারে
মানুষই তোমার ধর্মদেবতা,সৃষ্টি মানুষের তরে।
তোমার কথা মনে রাখবো আব্দুল করিম বলে
হাওর মাঝে জন্ম তোমার সলিল সমাধি হাওরে।

রচনাকাল : তাং- ৭ এপ্রিল ২০২৩

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে