মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট বাংলাদেশের সিলেট অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রক কর্তৃপক্ষ হিসেবে কাজ করে। সিলেট শিক্ষা বোর্ড ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।
নিচে বিভিন্ন সহযোগিতামূলক মোবাইল নাম্বারগুলো দেয়া হলো-
প্রশাসনিক কাজ,নাম ও বয়স সংশোধনের জন্য-ঃ০১৭১১৪৮৪৪৬৬
পরীক্ষা সংক্রান্ত-০১৭১২০১৬৯৪
কলেজ সংক্রান্ত-০১৯১২১৮১২৩১
স্কুল সংক্রান্ত-০১৭১১৫৮০০৮০
সিস্টেম এনালিস্ট-sa@sylhetboard.gov.bd
এস এসি সার্টিফিকেটের জন্য আমি বিগত 2020 সালের শিক্ষার্থী তাই বিনীত অনুরোধ আমাকে সার্টিফিকেট প্রদান করিয়া চাকরি করার সুযোগ দান করবেন চাকরি সূত্রে আমার এসএসসি সার্টিফিকেট দরকার
আসলামুয়ালাইকুম স্যার,, গত কয়েক দিন থেকে স্কুল কলেজ সবকিছু করোনা ভাইরাস এর কারনে বন্ধ আছে। কিন্তু কিছু প্রাইভেট প্রতিস্টান যেমন হেক্সাস,,, আর অনেক এরকম অনেক প্রতিস্টান আছে যা চালু আছে এইসব এ কি করোনা হয় না, আপনাদের কাছে আকুল আবেদন এই যে প্রাইভেট বা সরকারি যেকোন প্রতিস্টান হউক না কেন বন্ধ হলে সব হবে। আসলামুয়ালাইকুম