সনাতন ধর্ম গ্রহণ সম্পর্কে শাস্ত্র কি বলে

0
183

সনাতন ধর্ম গ্রহণ সম্পর্কে শাস্ত্র কি বলে?

উত দেবা অবহিতং দেবা উন্নয়থা পুনঃ।
উ্তাগশ্চক্রুষং দেবা দেবা জীবয়থা পুনঃ ॥
ঋগ্বেদ-১০/১৩৭/১

ভাবার্থ : যে মনুষ্য সত্য ধর্ম হইতে পতিত হয়েছে তাকে পুনঃ উত্থিত করো, যাহারা পাপকৃত্য করেছে অথবা অপবিত্র হয়ে গেছে তাদেরকে শুদ্ধ করে পুনঃ পবিত্র জীবন দাও।

ইন্দ্রং বর্ধন্তো অপ্তুরঃ কৃণ্বন্তো বিশ্বমার্যম্।
অপঘ্নন্তো অরাব্ণঃ।। (ঋগ্বেদ ৯/৬৩/৫)

পদার্থ : (ইন্দ্রম্ বর্ধন্তঃ) ঈশ্বরের মহিমাকে বিস্তার কর (অপ্তুরঃ অপঘ্নন্তঃ অরাব্ণঃ) স্বত্বাপহারী অনার্যকে সমুচিত শিক্ষা দাও (কৃণ্বন্তঃ আর্যম্) বিশ্বের সকলকে আর্য করো।

সরলার্থ : হে মনুষ্য! ঈশ্বরের মহিমাকে বিস্তার কর, স্বত্বাপহারী অনার্যকে সমুচিত শিক্ষা দাও, বিশ্বের সকলকে আর্য করো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে