সনাতন ধর্মে শালীনতা।।হিন্দু ধর্মে শালীনতা

0
214

শালীনতাও ধর্মেরই অঙ্গ।

সনাতন শাস্ত্রে আছে –
অধঃ পশ্যস্ব মোপরি সন্তরাং পাদকৌ হর।
মা তে কশপ্লকৌ দৃষান্তস্ত্রী হি ব্রহ্মা বভুবিথ।।
– (ঋগ্বেদ ৮.৩৩.১৯)

অনুবাদঃ হে পুরুষ ও নারী, তোমাদের দৃষ্টি সবসময় হোক ভদ্র ও অবনত। তোমাদের চলন হোক সংযত, দেহ হোক পোষাকে আবৃত, নগ্নতা হোক পরিত্যজ্য।

তাই আসুন ধর্ম জানি,ধর্ম মানি,
সমাজে কমাই হানাহানি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে