শুকনো ফুলের গন্ধ – আনিসুল হক লিখন

0
371

শুকনো ফুলের গন্ধ
—আনিসুল হক লিখন

শুকনো ফুলের গন্ধ নিতে পারি বলেই আমি কবি।
হে উপস্থিত জনতা আমাকে ফুল ও ভুলের গদ্য বলতে এসোনা
চুল ও শূলর পদ্য বলতে এসোনা
এমন কি চা স্টলে বসে বসে
যে কৃষক বাংলা সিনেমা দেখা ভুলে
বানেভাসা ফসিলের কষ্ট
কিংবা নির্বিচারে জেলের গ্লানি টানতে টানতে সাদা মনের মানুষটি আজ আর নিজেকে মানুষ বলে দাবি করেনা
পারো যদি তার কথা বলো।

তার কাছে জমা আছে ক্ষমা
আছে অনেক শুকনো ফুল অনেক শুকনো ফুল।

শুকনো ফুলের গন্ধ নিতে জানি বলেই আমি কবি!
একটি মনুষ্য জনমে সতেরটা
গভীর জলে সাঁতরাতে পারি বলেই
আমি কবি!
আবার শুকনোতে সমুদ্র রচনা করতে পারি বলেই আমি কবি।

সাত সাগর বেদনা নিয়ে সহসায় ফিরে আসতে পারি বলেই আমি কবি
বিনিময়ে কিছুই চাইনা পরান খুলে দিতে পারি বলেই আমি কবি।

এতোসব বলে হঠাৎ করে চোখ বুঁজে যে কোন স্থানে ঘুমাতে পারি বলেই আমি কবি।

আমার চোখে কোন ভেদাভেদ নেই
রক্ত লাল দেখেই বুঝে নিতে পারি সবাই মানুষ
ভ্রান্তির দোয়ারে খিল এঁটে লুঙ্গি কাছ দিয়ে চলতে পারি বলেই আমি কবি।

চোর ডাকাত সন্ত্রাসী কেউ আমাকে কিছু বলেনা
আমি চোখে চোখ রেখেই বলে দিতে পারি কোনটা কোন বীজে রচিত
আমার দ্বারা কারো উপকার হয় বিনতে ক্ষতি হয়না বলেই আমি কবি।

আমার কোন দল নেই সব দলেই আমার আবার সব দলের বিপক্ষে ও আমি।
আমার কোন ঘর নেই ঘরের ছাদ নেই ভিটে নেই
সীমানা সীমান্ত কিছুই নেই।

সারাটা বিশ্বই আমার ঘর এক আল্লাহ আমার মালিক তাঁরেই করি নতশির
এই আসমান আমার ছাদ এই জমিন আমার ভিটে
এই আলো বাতাস নদী প্রকৃতি সব সব কিছুই আমার প্রতিবেশি আত্মীয় স্বজন বলেই আমি কবি।

শুকনো ফুলের গন্ধ নিতে পারি বলেই আমি কবি।

যে শুকনো ফুলের গন্ধ নিতে জানেনা
সে ছাড়তে পারেনা দম্ভ ক্লেদ অহংকার
সে হতে পারেনা মানুষ।

যার মন নেই মানবতা নেই সে তো মানুষই না আবার কবি হয় কিভাবে?
প্রতিটা কবির প্রথমে মানুষ হতে হবে
তারপর অমানুষ
তারপর আবার মানুষ
তারপর কবি।

শুকনো ফুলের গন্ধ নিতে হবে
গন্ধ নিতে হবে তরতাজা গোলাপের
গন্ধ নিতে হবে রক্তাক্ত বুলেটের
রক্তের,নূতন পুরাতন রক্তের
রক্তজবার গন্ধ খুঁটে খঁটে বের করতে হবে।

এতোসব গন্ধ নিমীষে নিতে পারি বলেই আমি কবি।

চোরের গন্ধ ডাকাতের গন্ধ শাসকের গন্ধ শোষকের গন্ধ স্বৈরাচারের গন্ধ নিতে হবে।

গন্ধে গন্ধে ছন্দাদোলায় রচনা করতে হবে কবিতা
তবেইনা কবি শুকনো ফুলের কাছে যাবে।

আর শুকনো ফুলের গন্ধ নিতে পারি বলেই আমি কবি।
০৬/০৮/২০২১
ধর্মপাশা,সুনামগঞ্জ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে