ছবি:সম্পাদক,জীবন কৃষ্ণ সরকার
হাওরপিডিয়ায় আপনাকে স্বাগতম।হাওরপিডিয়া,হাওর বিষয়ক একটি মুক্ত কোষ।এখানে হাওর বিষয়ক সাহিত্য,সংস্কৃতি,রাজনীতি,অর্থনীতি সহ হাওরের গুরুত্বপূর্ণ সকল কিছু সংরক্ষণ করা হয়।সাইটটির প্রতিষ্ঠাতা হাওরকবি জীবন কৃষ্ণ সরকার।গত ১৪/০২/২০২১ খ্রিঃ রোজ রবিবার দিবস হতে এই সাইটটি চালু করেন হাওরকবি জীবন কৃষ্ণ সরকার।হাওরের সাত জেলার সবাইকে হাওর বিষয়ক সকল তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।
লেখা পাঠান
হাওরের সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাস বিষয়ক যেকোন লেখা। যেমন : গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, ভ্রমণ প্রভৃতি পাঠাতে চাইলে আপনার লেখা সংযুক্ত করে নিচের ইমেইল ঠিকানায় পাঠিয়ে দিন। লেখার সঙ্গে অবশ্যই পরিচিতি, ঠিকানা,ছবি ও যোগাযোগ নম্বর দিতে হবে। এবং আপনার জীবনী হাওরপিডিয়ায় দেখতে চাইলে আজই পাঠিয়ে দিন।লেখা পাঠাতে ই-মেইল করতে পারেন।
আহ্বানে
জীবন কৃষ্ণ সরকার
সম্পাদক, হাওরপিডিয়া বাংলাদেশ
Mail:haorkobijibankrishna@gmail.com
Mob:01572109628