লতা মঙ্গেশকর।। Lata Mongeskor

0
156

সুর সম্রাজ্ঞী লতা মুঙ্গেসকরের প্রয়াণ।

জন্মঃ ২৮ সেপ্টেম্বর ১৯২৯
ইন্দোর রাষ্ট্র, ব্রিটিশ ভারত (এখন মধ্যপ্রদেশ, ভারত)
মৃত্যুঃ ৬ ফেব্রুয়ারি ২০২২ (বয়স ৯২)
মুম্বই, মহারাষ্ট্র, ভারত।
কর্মজীবনঃ ১৯৪২ – ২০২২

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর ১৯৪২ সালে ১৩ বছর বয়সে তার কর্মজীবন শুরু করেন। ভারতীয় ভাষায় ৩০ হাজারেরও বেশি গান গেয়েছেন, “টাইমস অব ইন্ডিয়া”। লতা মঙ্গেশকর এক হাজারেরও বেশি ভারতীয় ছবিতে গান করেছেন দশ হাজারেরও বেশি। ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষা ও বিদেশি ভাষায় গান গাওয়ার রেকর্ডটি একমাত্র তারই।

পুরস্কারঃ
এএনআর জাতীয় পুরস্কার (২০০৯),
২০০৭ সালে ফ্রান্স সরকারের সর্বোচ্চ অসামরিক সম্মাননা লেজিওঁ দনরের অফিসার খেতাব প্রদান।
ভারতরত্ন ২০০১
পদ্মবিভূষণ ১৯৯৯,
এনটিআর জাতীয় পুরস্কার ১৯৯৯,
জি সিনে আজীবন সম্মাননা পুরস্কার (১৯৯৯), মহারাষ্ট্রভূষণ পুরস্কার ১৯৯৭,
দাদাসাহেব ফালকে পুরস্কার ১৯৮৯,
পদ্মভূষণ (১৯৬৯),
৩টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার,
১৫টি বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার,
৪টি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী ফিল্মফেয়ার পুরস্কার, ২টি বিশেষ ফিল্মফেয়ার পুরস্কার,
ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন।

পাঁচ ভাইবোনের মধ্যে লতা সর্বজ্যেষ্ঠ। অন্যান্যরা হলেন – আশা ভোঁসলে, ঊষা মঙ্গেশকর, মীনা মঙ্গেশকর ও হৃদয়নাথ মঙ্গেশকর।

ভারতীয় সুর-সম্রাজ্ঞী লতাজী ২০২২ সালের ৮-ই জানুয়ারি কোভিডে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন। করোনামুক্ত হওয়ার পর নিউমোনিয়া ধরা পড়ে। কিছুটা সুস্থ হলেও শনিবার দুপুর থেকে অসুস্থতা বাড়ে। পরবর্তীতে ভেন্টিলেশনে রাখতে হয়। ৬-ই ফেব্রুয়ারি রবিবার সকাল ৮ঃ১২ মিনিটে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে প্রয়াত হন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে