মুক্তিযুদ্ধে মধ্যনগর।।মুক্তিযুদ্ধে বাসন্তী রাণী রায়

0
264

বাসন্তী রাণী রায়

স্বামী- মৃত হরমোহন রায়,গ্রাম ইটাউরী,ডাক+ইউনিয়ন – মধ্যনগর,জেলা- সুনামগঞ্জ৷ তিনি ১৯৭১ সালে তাহিরপুর উপজেলার টেকেরঘাট সাব-সেক্টরের যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা দিয়ে সুস্থ করতেন৷ নার্সিং করতেন৷ তিনি লালমোহন রায়ের পরামর্শেই এই সেবামূলক কার্যক্রমে যুক্ত হয়েছিলেন৷ এক সাক্ষাৎকারে তিনি এমনটাই বলছিলেন৷ তবে এর কোন লিখিত প্রমাণ পাচ্ছিলাম না৷

২০১৩ সালে সুনামগঞ্জ তাঁর এক আত্মীয়ের বাসা থেকে জাতীয় সংসদের পেডে ২০ মার্চ ১৯৮৭ সালে স্বাক্ষরিত একটি প্রত্যয়ন পত্র সংগ্রহ করি৷ এটা সংগ্রহ করতে সহযোগিতা করেন অভিজিৎ রায় ও নির্মল চাকলাদার৷

এতে বলা হয়,’তিনি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করিয়াছেন৷’
২০১৩ সালে এক সাক্ষাৎকারে স্থানীয় বা রাষ্ট্রীয় কোন সম্মাননা পেয়েছেন কিনা প্রশ্নের জবাবে
বাসন্তী রায় আক্ষেপ করে বলেন, ‘দেশের জন্য কাজ করেছি এটাই বড়৷ কোন সম্মাননা পাইনি,আমি বয়স্ক মানুষ তাই সরকার বয়স্ক ভাতা দেয়’৷

মুক্তিযুদ্ধের ইতিহাস এখনও সঠিকভাবে লেখা হয়নি৷ কত ভূয়া মুক্তিযোদ্ধার খবর পাই৷ যারা সক্রিয়ভাবে কাজ করেছেন তাদেরকে যেন আমরা সম্মান করতে শিখি৷
ছবিঋণঃ তিতাস রায়
তথ্যসূত্রঃ অসীম সরকার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে