মরতুজা আহমদ-Mortuza Ahmed

0
532

বাাংলাদেশ সরকারের প্রধান তথ্য কমিশনার

জনাব মরতুজা আহমদ ১৮ জানুয়ারি, ২০১৮ তারিখ তথ্য কমিশনে প্রধান তথ্য কমিশনার হিসেবে যোগদান করেন। তিনি ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। বর্তমান নিয়োগের পূর্বে, তিনি নিম্নলিখিত পদে দায়িত্ব পালন করেন:

১) সচিব, তথ্য মন্ত্রণালয়

২) অতিরিক্ত সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ
৩) যুগ্ম-সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়
৪) যুগ্ম-সচিব, ভূমি মন্ত্রণালয়

৫) পরিচালক, সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর

৬) প্রকল্প পরিচালক, পোস্ট লিটারেসী ক্যাম্পেইন,উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর
৭) পরিচালক, বাংলাদেশ বেতার
৮) অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর
৯) মহানগর হাকিম, ঢাকা
১০) থানা নির্বাহী কর্মকর্তা, গাজীপুর সদর
১১) উপজেলা নির্বাহী কর্মকর্তা, নোয়াখালী সদর

জাতীয় / আন্তর্জাতিক সম্মেলন / সেমিনার / প্রশিক্ষণে অংশগ্রহণ:

৪৭ তম ACAD কোর্স, ৪৫তম সিনিয়র স্টাফ কোর্স, ম্যাট প্রশিক্ষণ কোর্স।

বিদেশ সফর: ভারত, মালয়েশিয়া, চীন, সিঙ্গাপুর, ভিয়েতনাম, জার্মানি, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ইতালি।

তথ্য সূত্রঃ infocom.gov.bd

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে