১।স্মৃতিকথা
(৪+৪+৪+২,স্বরবৃত্ত)
বংশীকুন্ডা ইউনিয়ন মোর
বাট্টা গ্রামে বাড়ি,
টাংগুয়ার হাওরের পশ্চিমে ভাই
পুবে মনাই নদী।
আর ও পুবে হাতপাঠন হয়
পশ্চিমে দক্ষিণউড়া,
ডানেতে আছে ঘাসি গ্রাম
বামে বাসাউড়া।
আ-বলিতে আম শিখেছি
বাট্টার পাঠশালাতে,
এস.এস.সি ভাই পাশ করেছি
মমিন বিদ্যালয় হতে।
রাখলাম এবার নাম পরিচয়
বলবো মনের কথা,
বর্ষাকালে ঝিল মিল পানি
বসন্তে ফল পাতা।
আষাঢ় মাসে ভাসা পানি
নৌকো নিয়ে চলি,
ঈদ আর পূজোয় সবাই মিলে
করি কোলাকোলি।
শ্রাবণ এ নৌকো বাইচ আর
কতো রঙের মজা,
তার চেয়ে ভাই আরো খুশি
যখন ধরে খাজা।
গভীর রাতে হ্যাজাক নিয়ে
হাওরে বের হতাম,
কচ্ছপ,কাছিম,রুহিত সহ
সুস্বাদু মাছ পেতাম।
এতো স্বাদের মাছ খেলে ভাই
তাও কি ভুলা যায়?
এজন্যই তো শহর থেকে
বারে বার গ্রামে যাই।
চৈত্র মাসে বাড়ির পিছে
সোনার ফসল ফলে,
মাঁচা ভরে প্রতি বছর
কৃষকরা ধান তুলে।
ধান তুলিয়া আম পাড়িয়া
জৈষ্ঠা সংক্রান্তিতে,
খেতাম মোরা চিড়ে,মুড়ি
আরও কাঁঠাল সাথে।
এর পরে ভাই ষাড়ের লড়াই
দেখতে অসাধারণ,
আশা রাখি দেখলে কেহ
ভরিবেই তাহার মন!
আরো আছে জারি,সারি
যাত্রা গানের পালা,
প্রতি বছর ফাল্গুন মাসে
মহিষখোলার মেলা।
গাজীর পালার মজার কথা
না বলিলেও চলে,
এজন্যই তো গ্রাম ই শ্রেষ্ঠ
গবেষকরাও বলে।
তাই বলি ভাই লিখবো কতো
আমার স্মৃতিকথা,
বর্ণনার আর শেষ হবেনা
লিখলেও হাজার পাতা।
২৮/০৮/২০৫,মল্লিকপুর, সুনামগঞ্জ।
আমার স্মৃতিকথা (ব্যাকরণিক বিশ্লেষণ)
মাত্রবিন্যাস (৪+৪+৪+২)
বং+শী+কুন+ডা+ ইউ+নি+য়ন+মোর= ৪+৪=৮ মাত্রা
বাট+টা+গ্রা+মে+বা+ড়ি,=৪+২=৬ মাত্রা
টাং+গুয়ার+হাও+রের+পশ+চি+মে+ভাই
পু+বে+ম+নাই+ন+দী।
আর+ও +পু+বে+হাত+পা+ঠন+হয়
পশ+চি+মে+দক+কিন+উড়া,
ডা+নে+তে+আ+ছে+ঘা+সি+গ্রাম
বা+মে+বা+সা+উ+ড়া।
আ+বল+ই+তে+আম+শি+খে+ছি
বাট+টার+পাঠ+শা+লা+তে,
এস+এস+সি+ভাই+পাশ+ক+রে+ছি
ম+মিন+বিদ+দা+লয়+হতে।
রাখ+লাম+এ+বার+নাম+প+রি+চয়
বল+বো+ম+নের+ক+থা,
বর+ষা+কা+লে+ঝিল+মিল+পা+নি
ব+সন+তে+ফল+পা+তা।
আ+ষাঢ়+মা+সে+ভা+সা+পা+নি
নৌ+কো+নি+য়ে+চ+লি,
ঈদ+আর+পূ+জোয়+স+বাই+মি+লে
ক+রি+কো+লা+কো+লি।
শ্রা+বণ+এ+নৌ+কো+বাই+চ+আর
ক+তো+রঙ+এর+ম+জা,
তার+চে+য়ে+ভাই+আর+ও+খু+শি
য+খন+ধ+রে+খা+জা।
গ+ভীর+রা+তে+হ্যা+জাক+নি+য়ে
হা+ও+রে+বের+হ+তাম,
কচ+ছপ+কা+ছিম+রু+হিত+স+হ
সু+স্বা+দু+মাছ+পে+তাম।
এ+তো+স্বা+দের+মাছ+খে+লে+ভাই
তা+ও+কি+ভু+লা+যায়?
এ+জন+ওই+তো +শ+হর+থে+কে
বার+এ+বার+গ্রা+মে+যাই।
চৈত+র+মা+সে+বা+ড়ির পি+ছে
সো+নার+ফ+সল+ফ+লে,
মাঁ+চা+ভ+রে+প্র+তি+ব+ছর
কৃ+ষক+রা+ধান+তু+লে।
ধান+তু+লি+য়া+আম+পা+ড়ি+য়া
জৈষ+ঠা+ সং+ক্রান+তি+তে,
খে+তাম+মো+রা+চি+ড়ে+মু+ড়ি
আর+ও+কাঁ+ঠাল+সা+থে।
এর+প+রে+ভাই+ষা+ড়ের+ল+ড়াই
দেখ+তে+অ+সা+ধা+রণ,
আ+শা+রা+খি+দেখ+লে+কে+হ
ভর+ই+বেই+তা+হার+মন।
আ+রো+আ+ছে+জা+রি,+সা+রি
যাত+রা+গা+নের+পা+লা,
প্র+তি+ব+ছর+ফাল+গুন+ মা+সে
ম+হিষ+খো+লার+মে+লা।
গা+জীর+পা+লার+ম+জার+ক+থা
না+ব+লি+লেও+চ+লে,
এ+জন+ওই+তো+গ্রাম+ই+শ্রেষ+ঠ
গ+বে+ষক+রাও+ব+লে।
তাই+ব+লি+ভাই+লিখ+বো+ক+তো
আ+মার+স্মৃ+তি+ক+থা,
বর+ণ+নার+আর+শেষ+হ+বে+না
লিখ+লেও+হা+জার+পা+তা।
বিঃ দ্রঃ লেখাটি স্বরবৃত্ত ছন্দে লেখা।