ব্যাংকের টাকা রিফান্ড পেতে আবেদন।এটিএম থেকে টাকা বের না হলে আবেদন ফরম

0
729

কোন ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে গিয়ে যদি অ্যাউন্ট থেকে টাকা কেটে নেয় অথচ এটিএম মেসিন থেকে টাকা বের না হয় তখন টাকা রিপান্ড পেতে নিম্নোক্ত ফর্মেট অনুসারে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের ম্যানেজার বরাবর একটি আবেদন লিখে জমা দিতে হবে।আশা করি আবেদনের ১৫ কার্য দিবসের ভেতর আপনার টাকা রিফান্ড পেয়ে যাবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে