বিয়ে করার পর যা যা হারিয়েছি ও পেয়েছি…
১। মানি ব্যাগের দখল হারিয়েছি।
২। তরকারি স্বাদ হয় নাই বলার সাহস হারিয়েছি।
৩। টিভি রিমুটের দখল হারিয়েছি।
৪। একক সিদ্ধান্তের ক্ষমতা হারিয়েছি।
৫। বেকামা ঘুরানির শখ হারিয়েছি।
৬। বন্ধু বান্ধবের সংঘ হারিয়েছি।
৭। মোবাইলে বকবকের ক্ষমতা হারিয়েছি।
৮। বান্ধবীদের সাথে কথা বলা, ঘুরাঘুরির মুড হারিয়েছি।
৯। স্বাধীন মতো আড্ডা দিবার স্বাধীনতা হারিয়েছি।
১০। লিমিট ছাড়া বাইরে ঘুরানোর স্বাধীনতা হারিয়েছি।
১১। নিজের মতো চলার গতি হারিয়েছি।
১২। চাকরির ছুটির দিনে ছুটি কাটানোর ক্ষমতা হারিয়েছি।
১৩। শ্রমিক দিবসে শ্রম না দিবার ক্ষমতা হারিয়েছি।
১৪। রাগ কইরা নাক ফুলাইয়া রাখবার ক্ষমতা হারিয়েছি।
১৫। বিশেষ ব্যক্তি কিচ্ছু চাইলে মুখে না বলার শক্তি হারিয়েছি।
১৬। মা বাবাকে টাকা নাই বলে রক্ষা পেলেও এখন এই ক্ষমতাও হারিয়েছি।
১৭। নিজের পছন্দ মতো কাপড় পরিচ্ছদ পড়ার ক্ষমতা হারিয়েছি।
১৮। দুই দন্ড বেকার বইসা থাকার শখ হারিয়েছি।
১৯। অল্পতে তুষ্ট থাকার মেন্টালিটি হারিয়েছি।
২০। আবেগে দান দক্ষিণার মনোভাব হারিয়েছি।
২১। বড় বড় গপ্প দিবার সাহস হারিয়েছি।
২২। ছোট্টু ছোট্টু মেমানদারির ও সাহস হারিয়েছি।
২৩। নিজের কিনা জিনিসের ব্যবহারের একচ্ছত্র ক্ষমতা হারিয়েছি।
২৪। অমুখ মেয়ে,ভাবী খুব সুন্দর এই কথা বলার অধিকার হারিয়েছি।
২৫। পয়লা বৈশাখে সিঙ্গেল ঘুরানো বা বন্ধুবান্ধবের সাথে ঘুরানোর ক্ষমতা হারিয়েছি।
২৬। স্বাদের জিনিস একলা খাওয়ার সাহস হারিয়েছি।
২৭। মুরগের রান খামু এইরকম ভাবনা হারিয়েছি।
২৮। বিশেষ আত্মীয়ের বাড়ির গপ্প না শোনার ক্ষমতা হারিয়েছি।
২৯। বিশেষ আত্মীয়দের প্রশংসা না করার ক্ষমতা হারিয়েছি।
৩০। এক গপ্পো কয়দিন পর পর শোনালেও ভালো লাগেছেনা বলার সাহস হারিয়েছি।
৩১। ফেসবুকে কোন মেয়ের প্রশংসা করে ছবি শেয়ার করে জেরার মুখে পড়ার সাহস হারিয়েছি।
৩২। অমুখ ভাবীর হাসিটা খুব দারুণ এই কথা বললে তো কাম সারছে,তাইলে মনে করলেন যে তিনদিন বাসায় শান্তিতে থাকার মতো সম্পূর্ণ ক্ষমতা হারিয়েছি।
৩৩। আজীবনের মতো সিঙ্গেল আছি বলার ক্ষমতা হারিয়েছি।
৩৪। অধিক রাইত মোবাইল টিপার ক্ষমতা হারিয়েছি।
৩৫। সকালে লেইটে ঘুম থেকে উঠার স্বাধীনতা হারিয়েছি।
৩৬। বিছানায় ঘুমাইয়া মনে করলা যে কেতা বালিশ কিম্বা লেপ তুষক ঘুমের ঘুরে উষ্টাইয়া নিচে ফালানোর স্বাধীনতা হারিয়েছি।
৩৭। বেশি রাইত জেগে কাব্য রচনার ক্ষমতা হারিয়েছি।
৩৮। লম্বা দাঁড়ি রাইখা রবি সাজার সাধ হারিয়েছি।
৩৯। শীতকালে মাঝে মাঝে স্নান /গোসল বাদ দিয়া সুখ করার ক্ষমতা হারিয়েছি।
৪০। ঈদ,পূজায় ছুটিতে বাড়িতে গেলে বিশেষ আত্মীয়ের বাড়িতে না বেড়ায়ে নিজ কর্মস্থলে আসার সাহস হারিয়েছি।
৪১। একসময় তরকারি স্বাদ হইছেনা বইল্লা বুদ বুদ কইরা বাসা থেইকা বের হইয়া যাইতাম এখন সেই জোর শক্তিও হারিয়েছি।
৪২। হারানো দিনের পুরনো গান শোনার মতো সময় ও হারিয়েছি।
৪৩। ঘরে সাউন্ড বক্স বাজিয়ে গান শোনার অবস্থা হারিয়েছি।
৪৪। এক সময়ের প্রিয় বিচ্ছেদ গান গুলো শোনার চিরতরে অধিকার হারিয়েছি।
৪৫। নিজের কাম ফালাইয়া তইয়া পরের দরবার লইয়া পউথ্যা মাতাব্বরির অধিকার হারিয়েছি।
৪৬। পরের কাইজ্যা নিজের গাঢ়ে টাইন্যা আনার আবেগ হারিয়েছি।
৪৭। নাটক, সিনেমা দেখার উৎসাহ বিয়ার পরপরেই হারিয়েছি।
৪৮। ভালোবাসা দিবসে সার্বজনীন ভালোবাসার অধিকার হারিয়েছি।
৪৯। ঈদ,পূজায়,উৎসবে নিজের জন্য বিশেষ কিছু কিনার আগ্রহ হারিয়েছি।
৫০। নির্বাচনকালে লাল চা খাইয়া বগর বগর করার অধিকার হারিয়েছি।
৫১। এক সময় চিরকুমার সংঘের সদস্য ছিলাম সেই পদ চিরদিনের মতো হারিয়েছি।
৫২। ধম্ম-কম্ম বেশি বেশি কইরা বক ধার্মিক সাজার বেশ বিয়ার পরপরেই হারিয়েছি।
৫৩। বউ এ বলে স্মৃতিশক্তিও হারিয়েছি।(এটা অবশ্য অন্যরা বলেনা।
৫৪। আবার মাঝে মাঝে সেই বউ ই বলে দৃষ্টি শক্তিও ভুলে হারিয়েছি।
৫৫। আর আমার চলার গতিতে আমি বুঝি কিছুটা গতিশক্তিও হারিয়েছি।
৫৬। কলিগরা বলে কিছুটা কর্মশক্তি হারিয়েছি।
৫৭। এদিকে নিউরোলজির ডাক্তার জানিয়েছে কিছুটা স্নায়ুশক্তিও হারিয়েছি।
৫৮। আবার ধর্ম গুরুরা মনে করতেছেন কিছুটা ঈশ্বর ভক্তি হারিয়েছি।
৫৯। পিতা – মাতা মনে করতেছেন কিছুটা মায়ামমতা হারিয়েছি।
৬০। সন্তানে মনে করে কিছুটা শ্রবন শক্তি হারিয়েছি।
৬১।আত্মীয় স্বজন মনে করতেছে ঘরের নেতৃত্ব হারিয়েছি।
৬২। তুলনামূলক কিছুটা ঘুম হারিয়েছি।
৬৩। সর্বোপরি নিজেকে নিয়ে ভাববার মতো একটু সময় ছিল সেইটাও হারিয়েছি।
পাওয়ার তালিকাও একবারে কম নয়। বিয়ে করার পর যা যা পেয়েছি
১। একটা ফুটফুটে বউ পেয়েছি (ফুটফুটে সুন্দর বললে আবার অনেকে মাইন্ড খায় তাই কেবল ফুটফুটেই বললাম।
২। একটা ফুটফুটে বাচ্চা পেয়েছি যাকে কোলে নিলে প্রশান্তি আসে।
৩। একজন স্থায়ী হাইজ্যাকার পেয়েছি যিনি নিয়মিত মানি হাইজ্যাক করে চলেছেন।
৪। একটি স্থায়ী টেপ রেকর্ডার পেয়েছি যা চার্জ ছাড়াই অনবরত চলমান।
৫। একজন অভিভাবক পেয়েছি যে সবসময় নির্দেশনা দিয়ে যান ওটা না ওটা ভালো।
৬। পাশের বাড়ির ভাবীর চুল থেকে পা পর্যন্ত বিভিন্ন ত্রুটি গুলো সহজে কানে বাজানোর একটা লোক পেয়েছি।
৭। বিনা খরচায় মাসিক আয় ব্যায়ের আপডেট জানানোর একটা মানুষ পেয়েছি।
৮। মাঝে মাঝে ভুলে যাই কাব্য দিয়ে জীবন চলেনা আয় উন্নতি করতে হবে সেটা মনে করিয়ে দিবার একজন মানুষ পেয়েছি।
৯। আবেগ নিয়ন্ত্রণের অনেক গাইডলাইন পাচ্ছি নিয়মিত।
১০। একই গল্প বার বার শোনানোর মানুষ পেয়েছি।
১১। অনেক সময় ভালো না লাগা জিনিসকেও ভালো বলতে হয় সেটা অজানাই ছিল সেটাও জানতে পেরেছি।
১২। অতিরিক্ত সংঘ-পঙ্গ ভালো নয় সেটা বেমালুন ভুলে গিয়েছিলাম যাক শেষ -মেষ চৈতন্য ফিরেছে।
১৩। আত্মীয় স্বজন কারা কোথায় জমি বাড়ি রাখতাছে,বিল্ডিং টিল্ডিং বানাইতাছে খবরগুলো আর আমার খোঁজ নিতে হয় না, এগুলো অটোমেটিক কানে বাজানোর একটা সুহৃদ পেয়েছি।
১৪। বাচ্চারে কোথায় পড়াইতে হইবো তা নিয়া অন্তহীন চিন্তার একজন মানুষ পাওয়া গেছে।
১৫। একজন এমন ভালোবাসার মানুষ পেয়েছি যার ভালোবাসায় দুনিয়াকে ভালোবাসতে ভুলতে বসেছি।
১৬। একজন বিশেষজ্ঞ অর্থনীতিবিদ স্থায়ী ভাবে পেয়েছি যার সঠিক হিসেবে সংসার চলছে বেশ।
১৭। একজন বিশেষজ্ঞ রাঁধুনী পেয়েছি তিনি যাই রাঁধুক সবই সুস্বাদুু!
১৮। একাকিত্ব দূর করার মতো একজন লোক পেয়েছি যে সবসময় পিছে পিছেই থেকে সংঘ দিয়ে চলছে।
১৯। ঘরবাড়ি ঝকঝকে রাখার মানুষ পেয়েছি যার নজর থেকে বাদ যায়না ঘরে ঢুকার সময় আমার পায়ে সেন্ডেল আছে কি না!
২০। বক বক যাই চলুক নিয়মিত মাশারী টানিয়ে দিবার একজন পরম আত্মীয় পেয়েছি যদিও মধ্যি রাইতে মশায় ভ্যান ভ্যান করলে বুঝে নিতে হবে নিজের কোন ভুলে মশা ঢুকছে তাই নিজ দায়িত্বে মশক নিধনের কাজটা সেরে নিতে হবে।
২১। হঠাৎ মোবাইলে কল আসলে বা হঠাৎ কোথাও ফোন করে কথা বললে কে ফোন দিলো,কার সাথে কথা বললাম তার খোঁজ নেবার একজন সৃহৃদ পেয়েছি।
২২। হারানো ধৈর্য ফিরে পেয়েছি (বিশেষ করে কোথাও ডুয়েল ঘুরতে বেড়োনোর প্রস্তুতিকালে প্রমাণ মিলে)
২৩। ধামাচাপা আর যাই হোক বুঝ দিবার মতো মানুষ পেয়েছি।
২৪। টেনশন মুক্তির প্রয়াস পেয়েছি।
২৫। সবচেয়ে মজার বিষয় আমার যে অমুখ, তমুখের চেয়ে বুদ্ধি কম,জ্ঞান কম,টাকার হিসেব কিংবা আয় ব্যয় ও বুঝি কম তাও বুঝবার সহজ প্রয়াস পেয়েছি।
২৬। সর্বোপরি আমি কোথায় আছি কোথায় যাই,কখন ফিরবো বাসায় সব কিছু খবরাখবর রাখার একজন মানুষ পেয়েছি।
বন্ধুরা আপনারাও এর বাইরে আরো কিছু হারিয়ে থাকলে কিংবা পেয়ে থাকলে কমেন্টে জানান।পরবর্তিতে এড করে নিবোনে।লেখাটি ভালো লাগলে শেয়ার দিন।
রম্যরচনা//জাস্ট ফান