বলবো না গো আর কোন দিন ভালোবাসো তুমি মোরে

0
444

বলবো না গো.. আর কোনদিন
ভালবাস তুমি মোরে।।

বলে ছিলে গো.. ভালবাসি গো
আজ কেন গো.. এমন ও হল
এমন ও হল এমন ও হল।।

ভালবাসা কভু নাহি অপরাধ
তাই নিয়ে গো.. কেন প্রতিবাদ
কেন প্রতিবাদ কেন প্রতিবাদ।

ভালবাসাতে যে পেয়েছি আঘাত
সেই অনল গো দেহে জলে বার মাস
বাউলের অন্তরে বাউলের অন্তরে।।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে