বলবোনা গো আর কোনোদিন
ভালোবাসো তুমি মোরে
বলেছিলে গো, ভালোবাসি গো
আজ কেন গো, এমনও হল
এমনও হল, এমনও হল।।
ভালোবাসা কভু নয় অপরাধ
তাই নিয়ে গো, কেন প্রতিবাদ
কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ।।
ভালোবাসাতে যে পেয়েছি আঘাত
সেই অনল গো, দেহে জ্বলে বারোমাস
বাউলের অন্তরে, বাউলের অন্তরে।।
গীতিকারঃ সুকুমার বাউল