প্রসঙ্গঃ শিক্ষাপ্রতিষ্ঠাণে দুই দিন ছুটি,আলোচনা,সমালোচনা

0
76

প্রসঙ্গঃ শিক্ষা প্রতিষ্ঠাণে সাপ্তাহিক ছুটি ২দিন।।আলোচনা,সমালোচনা

#_উন্নত বিশ্বের প্রায় সকল দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাপ্তাহিক ছুটি ২দিন! ওরা কি মূর্খ রয়ে গেছে?
➡️ বাংলাদেশের সকল সেক্টরেই সাপ্তাহিক ছুটি ২দিন, দেশ কী ডুবে গেছে?
➡️ ইদানিং যেসকল অংক/বিশারদগণ ম্যাথমেটিক্সের বিভিন্ন সূত্র প্রয়োগ করে দেখাচ্ছেন শিক্ষকরা বছরে ৮০ দিন/ ২ মাস ২০ দিন চাকরী করেন (??) তারা বীজগণিত/পাটিগণিত/ত্রিকোণমিতি/পরিমিতি কিসের সূত্র প্রয়োগ করে ব্যাখ্যা করেছেন বিদ্যালয়ের পরীক্ষার(অর্ধবার্ষিক/বার্ষিক) সময় ৩০ দিন, এসএসসি/জেএসসি পরীক্ষার সময় ৩৬ দিন, সাপ্তাহিক ছুটি ৫২×২=১০৪ দিন, শিক্ষা ক্যালেন্ডার ছুটি ৮৫ দিন, CL/ML ২০+১০=৩০ দিনসহ
মোট ২৮৫ দিন⁉️
উনাদের উদ্দেশ্যে আমার কথা ❓

➡️ বিদ্যালয় পরীক্ষা কারা নেন? ঐ ৩০ দিন শিক্ষকরা কী বাড়িতে শুয়ে-বসে কাটান?তাছাড়া পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা কি কোন কিছু শিখে না? তাহলে পরীক্ষা পদ্ধতিই বাদ দিন,ক্লাস সংখ্যা বাড়বে!

➡️ এসএসসি/জেএসসি পরীক্ষা কারা নেন? ঐ সময় শিক্ষকরা কী বাড়িতে থাকেন? ঐ ৩৬ দিন পরীক্ষা কেন্দ্র বাদে সকল শিক্ষা প্রতিষ্ঠানই শ্রেণি কার্যক্রম চলে।কিছু কিছু কেন্দ্রে ক্লাস ও চলে,আর পরীক্ষার ফাঁকে ফাঁকে তো ক্লাস চলেই।

➡️ ছুটির দিনে কোনো সেক্টরে দেখেছেন সকল কর্মকর্তা/কর্মচারীকে প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে? ২১ ফেব্রুয়ারী, ১৭ মার্চ, ২৬ মার্চ, ১৪ এপ্রিল, ১৫ আগস্ট, ১৬ ডিসেম্বর এ দিনগুলো ছুটির হওয়া সত্বেও শুক্রবার হলেও শিক্ষকদেরকে বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করতে হয়!এগুলো কি মান্যবরদের চোখে পরেনা?

➡️ আমার শিক্ষকতা জীবনে কখনই দেখিনি কোনো শিক্ষক/কর্মচারী 🆑 ছুটি ২০ দিন নিয়েছেন! বড়জোর ১০/১২ দিন! কেউ কেউ ৪/৫ দিনের বেশি নেননা। আর মেডিকেল ছুটি গত ১০ বছরে ২ জনকে নিতে দেখেছি! তাও ভারতে চিকিৎসা করাতে যাওয়াতে! আর ছুটি কোনো শিক্ষক ভোগ করলে বিদ্যালয় বন্ধ থাকে?
🆗 শিক্ষকের বেলায় আসলে গেল গেল….. রসাতলে গেল! এটা কেন আসে? শিক্ষকদের দেওয়ার বেলায়তো কারো আগ্রহ নেই❗কারণটা কি ভাই?

♦️আচ্ছা বলুনতো, বিশ্বের আর কোথায় আছে শিক্ষকদের বাড়িভাড়া ১০০০ টাকা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা, বোনাস ২৫%?
এগুলো অংক বিশারদগণের কখনও চোখে পড়ে?
এই সময় তো কারো জ্বলে না ভাই?

আমি এমন চাকুজীবিকেও দেখেছি তার বাচ্ছা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছে,সেখানে সপ্তাহে দুদিন বন্ধ।সেটা নিয়ে উনার মাথা ব্যাথা নাই।উনিও স্ট্যাটাস দিচ্ছেন স্কুল দুই দিন বন্ধ হওয়ায় জাতি ধ্বংস হয়ে যাবে! আপনাকে শুধাই, স্কুল দুইদিন বন্ধ হলে যদি জাতি ধ্বংস হয়,তবে সরকারি অফিসগুলো দুইদিন বন্ধ হলে কি জাতি উদ্ধার হয়? সেই সময় কি উন্নয়ন বাধা গ্রস্থতা চোখে পড়েনা?সবাই এই দেশের নাগরিক।সাংবিধানিক ভাবে সকলের সমান অধিকার প্রাপ্য।তাই ছুটি দুই,একদিন যাই হোক,সবার জন্য সমান হোক।তাছাড়া এতই যদি বুঝেন তাহলে আপনার সন্তানকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এতদিন কেন সাধারণ স্কুলে ভর্তি করাননি?
তারমানে জ্বালাটা জাতি রক্ষার জন্য নয়, জ্বালা অন্য জায়গায়।

তাই সব শেষে বলতেই হয়-

তোমার কেন জ্বলে এ এ এ…
আমার ছুটি হলে রে বন্ধু আমার ছুটি হলে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে