দেব-দেবী কি? দেব-দেবী কি ঈশ্বর?

0
638

“দেব-দেবীঃ”

“দেব-দেবী” হলো ঈশ্বর বা ভগবানের শক্তির এক একটি ক্ষুদ্র অংশ মাত্র।

যেরূপ একটি বড় গাছের অনেক অংশ থাকে এবং সেই অংশগুলোর এক একটির কাজ একেক রকম। সেইরূপ ভগবানের শক্তিরও অনেক অংশ থাকে। আর তারা হলো– দেব-দেবী।

এরা প্রত্যকেই এক একটি কাজের জন্য রয়েছেন। যেমনঃ [ ইন্দ্রদেব বজ্র ও বৃষ্টির নিয়ন্ত্রণ করেন, অগ্নিদেব আগুনের নিয়ন্ত্রণ করেন, বরুণদেব জলের নিয়ন্ত্রণ করেন, পবনদেব বায়ুর নিয়ন্ত্রণ করেন, ভূমিদেবী/প্রকৃতিদেবী মাটি ও প্রকৃতির নিয়ন্ত্রণ করেন। ]

ফলে দেব-দেবীরা হলেন ভগবানের নিযুক্ত। এই জড় জগতে বিভিন্ন কাজের “নিয়ন্ত্রণকর্তা”।

*** ( তাই দেব-দেবীদেরকে ভগবান বলে উপাসনা করা ঠিক নয়। তার সঙ্গে সঙ্গে এটুকুও জানতে হবে যে– দেব-দেবীরা ভগবানের সমান না হলেও তারা ভগবানের অতি নিজজন, তারা পূজ্য, তাই দেব-দেবীদেরকে শ্রদ্ধা করা মানুষের কর্তব্য।

দেব-দেবীদেরকে পূজা করা যেতে পারে, শ্রদ্ধা করা যেতে পারে। কিন্তু ভগবানকে ভক্তি করতে হয়। )

সুতরাং—- ব্রহ্মা, ইন্দ্র, পবন, হনুমান, নৃসিংহ, রাম, লক্ষ্মণ, বলরাম, গণেশ, কার্তিক, সন্তোষী, লক্ষ্মী, সরস্বতী ইত্যাদি এরা হলো ঈশ্বর/ভগবানের নিযুক্ত দেব-দেবী।।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে