ঢুলপুষির দুঃখ-রুবেল সরকার

0
234

ঢুলপুষির দুঃখ
রুবেল সরকার

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন,ঢুলপুষি, ২ং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন এর একটি অবহেলিত গ্রাম। গ্রামটি টাঙ্গুয়ার হাওর এর পাশে এবং বানচাপরা হাওর এর মাঝে অবস্থিত। গ্রামের দক্ষিণ পাশে চামরদানী এবং উত্তর পাশে দক্ষিণউড়া। এই গ্রামে ৩০ জন হাইস্কুল পড়ুয়া ছাত্র ছাত্রী আছে। তাদের মধ্যে ছাত্রী বেশি। আমার গ্রাম থেকে বংশীকুন্ডার দূরত্ব দুই কিলোমিটার এর কম হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোন চেয়ারম্যান কিংবা এমপি আজ পর্যন্ত একটি রাস্তা করে দিতে পারেননি। খুব কষ্ট লাগে যখন দেখি কিশোরগঞ্জএর বিশাল হাওর পাড়ের মানুষ এখন অল সিজনের রোড ব্যবহার করতে পারে। তাহলে এই পনে দুই কিলোমিটার এর রোড করা কি খুব কঠিন কাজ? নাকি সারাজীবন আমরা চিটমহল বাসীর মত জীবন পার করব? ২০১৭ সালে ঢুলপুষি গ্রামের প্রধান শিক্ষক শামীমুল কিবরিয়া শামীম স্যারের আমন্ত্রণে ঢুলপুষি স্কুল পরিদর্শন এ এসে মাননীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন বংশীকুন্ডা থেকে ঢুলপুষি বারমাস ব্যবহার যোগ্য রোড এবং ঢুলপুষি থেকে চামরদানী বড় সড়ক এ সাব মার্জেবল রোড দিবেন বলে ছাত্র ছাত্রী ও গ্রামবাসীকে আস্বস্ত করেন এবও দ্রুত এর বাস্তবায়ন হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। কিন্তু আমরা আজ অবধি এই কাজের কোনও অগ্রগতি দেখতে পাইনি। দেশরত্ন শেখ হাসিনার অঙ্গিকার গ্রাম হবে শহর এই সুফল থেকে কি তাহলে আমরা বঞ্চিত হবও। যদি এই রোডটি হয় একদিকে যোগাযোগ যেমন উন্নত হবে গ্রামের মানুষের মালামাল পরিবহন এ আমূল পরিবর্তন হবে, যোগাযোগ এর কারনে ঝরে পরা ছাত্রীদের ভাল্য বিবাহ রোধ হবে। গ্রামীন কর্মসংস্থান বৃদ্ধি পাবে। হাওর এর মাঝে অবস্থিত হওয়ায় গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে। তাই আমি যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি।

লেখকঃ রুবেল সরকার
সহকারী শিক্ষক, দাতিয়াপাড়া সপ্রাবি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে