সিলেট রেলওয়ে স্টেশন
সুরমা নদীর দক্ষিণ পাশে ক্বীন ব্রীজ সংলগ্ন খোজার খোলা মৌজায় সিলেট রেল স্টেশনের অবস্থান। বছর কয়েক পূর্বে পুরাতন রেল স্টেশনের পাশেই একটি নতুন এবং আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত রেল স্টেশন গড়ে তোলা হয়েছে। বাংলাদেশে যে আধুনিক রেল স্টেশন আছে তার মধ্যে সিলেট অন্যতম। প্রতিদিন ঢাকা ও চট্টগ্রাম এর সাথে সরাসরি রেল যোগাযোগ বিদ্যমান। তুলনামূলকভাবে কম ভাড়া এবং নিরাপদ ভ্রমণের কারণে সকল শ্রেণীর যাত্রীর পছন্দের বাহন হিসাবে ট্রেন বিবেচিত হয়ে আসছে।
সিলেট রেল স্টেশন থেকে ট্রেন ছাড়ার সময় সূচী
ঢাকা থেকে সিলেটরট্রেন আসার সময় সূচী
বিঃ দ্রঃ সময় সূচী পরিবর্তন হতে পারে।তাই নিজ দায়িত্বে রেল অফিসে যোগযোগের অনুরোধ রইলো।
তথ্যঃ সংগৃহিত।