জলের ঘাটে দেইখা আইলাম
কি সুন্দর ও শ্যাম রাই
শ্যাম রাই, ভোমরায়
ঘুইরা ঘুইরা মধু খায় ।।
নিত্তি নিত্তি ফুল বাগানে
ভ্রমর আইসা মধু খায়
আয় গো ললিতা সখি
আবার দেখি পুনরায়।।
মুখে হাসি হাতে বাশিঁ
বাজায় বাঁশি বন্ধুয়ায়
চাঁদ বদনে প্রেমের রেখা
কি বা শোভা দেখা যায় ।।
ভাইবে রাধারমণ বলে
পাইলাম না রে হায় রে হায়
পাইতাম যদি প্রান বন্ধুরে
রাখতাম মনের পিঞ্জিরায়।।
————-
রাধারমণ দত্ত