গুলশান আরা রুবী

0
556

লেখালেখির বিষয়ঃ উপন্যাস,কবিতা ও প্রবন্ধ
প্রকাশিত গ্রন্থ ও নামঃ
(লন্ডনী বধূর আত্মকথা(২০১৭), অপেক্ষা(২০০৯),স্মৃতির পাতা (২০১৯),পারিবারিক ও নৈতিক জীবনের পরিচর্চা(২০১৯), ভালবাসার রংধনু (২০২০),মন যার শাওনের মেঘ(২০১৮), ভালোবাসার কমলাদিঘি(২০১৫),কুরুক্ষেত্রের সমাধি(২০১৯) উল্লেখযোগ্য।এই পর্যন্ত মোট ২৩ টির উপরে বই লিখেছেন।

জন্ম সনঃ ১৭/১২/১৯৬৮
পিতার নামঃপ্রয়াত শেখ আব্দুর রহিম
মাতার নামঃ মোছাঃ তৈয়ুবনুনেছা খাতুন।
বিয়ের সনঃ১৯৮৮ ইং
সন্তানের সংখ্যা ও নামঃ ৩ ছেলে, ১ মেয়ে।
সন্তানের নামসমূহঃ মহি উদ্দিন ,কফিল উদ্দিন , নাসের উদ্দিন , তাসনিম আরা উদ্দিন।

স্থায়ী ঠিকানাঃমোহনপুর, হবিগঞ্জ সদর, হবিগঞ্জ।
বর্তমান ঠিকানাঃ লন্ডন, ইংল্যান্ড।
মোবাইল নাম্বারঃ০১৭৩৭-৩১৯১০৭
মেইল নাম্বারঃgulshanarauddin@gmail.com
পেশাঃ লেখালেখি
প্রিয় শখঃবই পড়া

সংগঠন সংশ্লিষ্টতাঃ
সহ- সভাপতি জাতীয় কবি লেখিকা পরিষদ(জাকপ),
উপদেষ্টা হাওরসাহিত্য উন্নয়ন সংস্থা (হাসুস) বাংলাদেশ,
আজীবন সদস্য,কেন্দ্রীয় হাওরসাহিত্য গণপাঠাগার,সুনামগঞ্জ।
সহ-সভাপতি অনলাইন লিটারেচার গ্রুপ, এছাড়াও বিভিন্ন সাহিত্য সংগঠনের গুরুত্বপূর্ণ পদে আছেন।

পদক/সম্মাননাঃ
পল্লীকবি জসিম উদ্দিন পুরুষ্কার-২০১৯, বীর প্রতিক কাকন বিবি সম্মাননা(২০১৮),জাতিসংঘ দিবস অ্যাওয়ার্ড-২০২০, সুপারস্টার লিটাররেচার অ্যাওয়ার্ড-২০২০, প্রিয়জন কথা সাহিত্য সম্মাননা স্মারক,বিসানি কাব্যরত্ন সম্মাননা স্মারক, স্বপ্ননীল সাহিত্য পরিষদ অ্যাওয়ার্ড,সোনার তরী সম্মাননা স্মারক, কাব্যপদ্ম সম্মাননা স্মারক উল্লেখযোগ্য। এছাড়াও তিনি বিভিন্ন ধরনের সাহিত্য পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে