কেন্দ্রীয় হাওরসাহিত্য গণপাঠাগার
কেন্দ্রীয় হাওরসাহিত্য গণপাঠাগার সংক্ষেপে হাওরসাহিত্য পাঠাগার একটি দুর্গম হাওরাঞ্চলে প্রতিষ্ঠিত বই সংরক্ষণাগার।পাঠাগারটি ২০১৭ সালের পহেলা জানুয়ারী সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন সদরে, অত্র এলাকার কৃতী সন্তান, হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা(হাসুস) বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা,হাওরপিডিয়ার জনক হাওরকবি জীবন কৃষ্ণ সরকার প্রতিষ্ঠা করেন।
মাত্র ২৫০ টি বই ও সামান্য আসবাবপত্র নিয়ে চালু হওয়া পাঠাগারটিতে এখন বই সংখ্যা প্রায় ৪ হাজার।এখানে প্রতি সপ্তাহে সাহিত্য আড্ডা সহ বিভিন্ন সময় বই পাঠ,কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়।পাঠাগারটির একটি মূল বৈশিষ্ঠ হলো এখানে হাওরাঞ্চলের লেখকদের বই বিশেষ গুরুত্ব সহকারো আলাদা সেল্ফে সংগ্রহে রেখে ছেলেমেয়েদের মাঝে উপস্থাপন করা হয়।
পাঠাগার অনুমোদনের সনদপত্র[/caption]
পাঠাগারটি ২০১৮ সাল থেকে হাসুস বাংলাদেশ’র অধীনে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।বর্তমানে ভার প্রাপ্ত সভাপতি হিসেবে নিশ্চিন্তপুর গ্রামের কৃতী সন্তান মামুন হোসেন পাঠাগারটি দেখভাল করছেন।
সারসংক্ষেপঃ
পুরো নামঃ কেন্দ্রীয় হাওরসাহিত্য গণপাঠাগার
প্রতিষ্ঠাকালঃ ১ লা জানুয়ারী,২০১৭ ইং
প্রতিষ্ঠাতা ও সভাপতিঃ হাওরকবি জীবন কৃষ্ণ সরকার
ভারপ্রাপ্ত সভাপতিঃ মামুন হোসেন
বই সংখ্যাঃ ৪০০০(প্রায়)
পরিচালনায়ঃ হাসুস বাংলাদেশ
পাঠাগারের তথ্যবিবরণীঃ
১।পাঠাগারের নামঃ কেন্দ্রীয় হাওরসাহিত্য গণপাঠাগার,বংশীকুন্ডা,ধর্মপাশা,সুনামগঞ্জ
২। প্রতিষ্ঠাকালঃ ০১/০১/২০১৭ ইং রবিবার
৩। পাঠাগারের প্রতিষ্ঠাতাঃ হাওরকবি জীবন কৃষ্ণ সরকার
৪।পাঠাগারের লাইব্রেরীয়ানঃ বিনতা বিশ্বাস
৫।জেলা গ্রন্থাগারের তালিকাভুক্তির লক্ষে পাঠাগার পরিদর্শনের তারিখঃ ১৩/০৯/১৮ ইং,বৃহষ্পতিবার
৬।পরিদর্শন কর্মকর্তাঃ আনিছুর রহমান,জুনিয়র লাইব্রেরীয়ান,জেলাগণগ্রন্থাগার,সুনামগঞ্জ।
মোবাঃ ০১৭১৬০৪৪৬৪৭
৭।পাঠাগার তালিকা ভুক্তির তারিখঃ ২১/১০/২০১৮,রবিবার
৮।পাঠাগার তালিকা ভুক্তি নম্বরঃ
৯।তালিকাভুক্তিকরণ কর্মকর্তাঃ মোঃ শওকত আলী,প্রিন্সিপাল লাইব্রেরীয়ান- কাম উপপরিচালক,বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার,সিলেট।
১০। পাঠাগার তালিকা ভুক্তির লক্ষে জেলা গ্রন্থাগারে আবেদন জমা দানের তারিখঃ ১৬/০৮/২০১৮,বৃহষ্পতিবার ১২ ঘটিকা।
১১। আবেদন গ্রহণ করেন-জেলা গণগ্রন্থাগার,সুনামগঞ্জ এর পক্ষে মোঃ আনিছুর রহমান,
জুনিয়র লাইব্রেরীয়ান,জেলাগণগ্রন্থাগার,সুনামগঞ্জ।
১২।পাঠাগারের একাউন্ট সম্পর্কিত তথ্যঃ
একাউন্টের নামঃ কেন্দ্রীয় হাওরসাহিত্য গণপাঠাগার
একাউন্ট হোল্ডার ব্যাংকঃ সোনালি ব্যাংক
শাখাঃ মধ্যনগর শাখা
হিসাব নংঃ ৫৯০৭১০১০০৯৬৩৫
ব্যাংকের রাউটিং নাম্বারঃ ২০০৯০০৬৭৬
উপজেলাঃ ধর্মপাশা,জেলাঃ সুনামগঞ্জ।
মন্ত্রনালয় কর্তৃক পাঠাগারের অডিট রিপোর্ট – ২০২২
প্রতিষ্ঠার সন – ০১/০১/২০১৭ইং
রেজিঃ আছে কি নাঃ আছে, রেজিঃ নম্বরঃ সিলেট-২৭/২০১৮
নিজস্ব ঘর আছে কিনাঃ নাই
সংবিধান আছে কিনাঃ আছে
গত বছর অনুদান পেয়েছে কি নাঃ পেয়েছে,পরিমান- ১৭৫০০/-
গতবছরের অর্থের হিসাবের রিপোর্ট জমা দেয়া হয়েছে কিনা- জমা দেয়া হয়েছে।
গ্রন্থাগারের বই সংখ্যা – ৩২০৩ টি(১৫/১০/২০২১)
প্রথম এন্ট্রিকৃত বইঃ বাংলা সাহিত্যের ইতিহাস,লেখক- মাহবুবুল আলম,মূল্য- ৫০০ টাকা
দ্বিতীয় এন্ট্রিকৃত বই – শুদ্ধ লেখা- শুদ্ধ বলা,লেখক রনজিত সরকার,মূল্য- ১৫০ টাকা
তৃতীয় এন্ট্রিকৃত বই – বাংলাদেশের লোকজ সংস্কৃতি – প্রকাশক- বাংলা একাডেমী,মূল্য- ৩২০ টাকা
সর্বশেষ এন্ট্রিকৃত বই- সুগন্ধী তোমার জন্য,লেখক – আনিসুল হক,মূল্য- ১০০ টাকা।
গ্রন্থাগারের ব্যাংক হিসাব নম্বরঃ ৫৯০৭১০১০০৯৬৩৫
সোনালী ব্যাংক মধ্যনগর শাখা,জেলাঃ সুনামগঞ্জ
প্রত্যয়নকারী কর্মকর্তার নামঃ জনাব আনিছুর রহমান,জুনিয়র লাইব্রেরীয়ান,সুনামগঞ্জ জেলা গণগ্রন্থাগার