কবি মহসিন কবির,জামালগঞ্জ

0
315

কবি মহসিন কবির

লিখার বিষয়- কবিতা,ছড়া,ছোটগল্প।
প্রকাশিত বইঃ ভাটিবৃন্ত (২০১৮)-সম্পাদনা, নাজেকসাপের কবি (২০১৯),বৈঠা ঝিলিক (২০১৯)

জন্ম-০৬-০৪-১৯৭৯ইং।
পিতা-আব্দুল হান্নান তালুকদার।
মাতা-আরিফা খাতুন।
স্ত্রী-সালেহা বেগম( নীলু)
শশুরবাড়ী-সাচনা।
বিবাহ-২০০৪ইং
সন্তান-মাহতাব সাবিত ও মুকাত্তার হাজিক।
গ্রাম-নয়াহালট,পো:সাচনা বাজার,
জামালগঞ্জ,
সুনামগঞ্জ।
বর্তমান ঠিকানা-ঐ
মোবাইলঃ ০১৭২৬-৯২৭২৩৪

পেশা-ব্যবসা।
সখ-ঘুরাঘুরি,লেখালেখিও মানব কল্যাণে কিছু করা।
সাবেক ছাত্রলীগের যুগ্ন সম্পাদক, জামালগঞ্জ উপজেলা।
সভাপতি-নবকন্ঠ সাহিত্য আসর।
সভাপতি-জেটিকেএস(জামালগঞ্জ তৃণমূল কল্যাণ সোসাইটি। ( আর্তমানবতার একটি সংগঠন)
সম্মাননা-কাব্য পরিবার থেকে।
সম্মাননা-হাসুস থেকে।
সম্মাননা-নবকন্ঠ সাহিত্য আসর থেকে।
সম্মাননা-সৃষ্টিশীল সাহিত্য আসর থেকে।


আজীবন সদস্যঃ কেন্দ্রীয় হাওরসাহিত্য গণপাঠাগার,বংশীকুন্ডা,ধর্মপাশা,সুনামগঞ্জ।
আজীবন সদস্য, জামালগঞ্জ পাবলিক লাইব্রেরী,সুনামগঞ্জ।

উল্যেখ্য তিনি জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা মরহুম রহমতউল্লা তালুকদারের পৌত্র(নাতি)।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে