কবিতা “হাওর”-জীবন কৃষ্ণ সরকার

0
767
smart

হাওর
জীবন কৃষ্ণ সরকার
কাব্যগ্রন্থ-মাটির পুতুল

হাওর পাড়ে বাড়ি আমার
হাওর পাড়ে ঘর
চৈত্রমাসে ফসলের ক্ষেত
দেখতে মনোহর।
বর্ষাকালে হাওর মাঝে
ঝিলমিল করে পানি
সেই পানিতে ট্রলার নিয়ে
চলি উজান ভাটি।
মাঝদুপুরে হাওর মাঝে
ধরে মাছের খাঁজা
তুঁড়ি দিয়ে মাছ ধরতে ভাই
লাগে ভারী মজা।
তারপরে ভাই কত রঙ্গের
শাপলা ফুল ফুটে
মুট ভরিয়া ফুল তুলিয়া
নৌকা লাগাই ঘাটে।
শাফলা ফুল আর মাছের ঝুল ভাই
খেতে খুবই মজা
এমন স্বাদ আর ভুলবো নাকো যদিও হই রাজা।
হেমন্তে ভাই হাওর মাঝে
আমরা সিঁচি ডোবা
নানান রঙ্গের মাছ দেখে তাই
সকলেই হই বোবা।
বিশ্বাস আর অবিশ্বাস করা
রইলো তোমার উপর,
একবার হলেও যাইবা তোমরা
দেখতে মোদের হাওর।
০৩/০২/২০১৩
১৩৬,বসুন্ধরা,দর্জিবন্ধ,সিলেট।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে