কক্ষতাপমাত্রাঃ ঘরের তাপমাত্রা কে কক্ষ তাপমাত্রা বলে।
25°C তাপমাত্রা কে কক্ষ তাপমাত্রা বলে। এখন প্রশ্ন হচ্ছে 25 ই কেন? কেন 20 কিংবা 30 কিংবা 29 কিংবা 23.5 নয়?
25°C তাপমাত্রাকে-ই কক্ষ তাপমাত্রা হিসেবে বিজ্ঞান মহলে মেনে নেয়া হয়েছে। কারণ আমাদের ঘর গুলোর তাপমাত্রা বেশির ভাগ সময় 25°C তাপমাত্রার আশেপাশে থাকে এবং তা সহনীয় ও আরাদায়ক । আমাদের পৃথবীর প্রায় সকল ঘরের তাপমাত্রা পায় 25°C । এই কারণে 25°C বা 298 K তাপমাত্রা কে কক্ষ তাপমাত্রা বলে।