একুশ ও বলে
জীবন কৃষ্ণ সরকার
বাংলাদেশের মানুষ আমরা
হয়েছি কতো স্মার্ট
কথার সাথে আকার ভঙ্গীতে
রয়েছে কতো আর্ট।
বাংলার ছেলে বাংলা বলে
নাহি পায় কোনো সুখ
অযথা সালামরা দিয়েছে জীবন
প্রাণে লাগে বড়ো দুখ।
আমিও বলি বুঝেনিকো তারা
হয়েছিল বেসামাল
একুশ ও বলে বীর বাঙ্গালী
হয়েছে ডিজিটাল!
ম্যান ইজ মরটেল নাটকে বললে
খুশি হই অনেক জনে
মানুষ মরণশীল বললে
সুখ নাহি লাগে প্রাণে।
ডিয়ার লিশনার কথাটি এখন
শুনতে লাগে ভালো
প্রিয় শ্রোতা বললে ভাবে
কেনো যে এমন হলো?
শুদ্ধ বাংলা ভাষার ব্যাবহার
হয়ে যায় তাদের কাল
একুশ বলে বীর বাঙ্গালী
হয়েছে ডিজিটাল!
বাংলা গান আর লাগেনাকো ভালো
বাঙ্গালীর সন্তান!
হিন্দি ছবি গানে এখন
ভরে যে সবার প্রাণ।
সিরিয়াল তো আছেই সাথে
সোম থেকে শনিবারে
টাপুর -টুপুর দেখলে আহা!
মনটা সবার ভরে।
বাংলা নাটক দেখলে বাঙ্গালীর
মনে হয় জঞ্জাল
একুশ ও বলে বীর বাঙ্গালী
হয়েছে ডিজিটাল!
বাংলার মাঝে ইংরেজী শব্দ
শুনতে চমৎকার
বলে লোকে শিক্ষিত হয়ে
শিখেছে ভাষার ব্যাবহার!
ভাবেনি তারা এজন্যই কি
একুশ এসেছিল?
আর এজন্যই কি রফিক জব্বার রা
শহীদ হয়েছিল?
বাংহিন্দি,বাংলিশ নিয়ে বাংলা
এই বুঝি তোর হাল
একুশ ও বলে বীর বাঙ্গালী
হয়েছে ডিজিটাল!