আয় তবে সহচরী- রবীন্দ্রনাথ ঠাকুর

0
141

আয় তবে সহচরী
_____রবীন্দ্রনাথ ঠাকুর

আয় তবে সহচরী , হাতে হাতে ধরি ধরি
নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান।

আন্ তবে বীণা– আ আ আ…
সপ্তম সুরে বাঁধ্ তবে তান॥
আয় তবে সহচরী…..

পাশরিব ভাবনা, পাশরিব যাতনা,
রাখিব প্রমোদে ভরি দিবানিশি মনপ্রাণ।

আন্ তবে বীণা– আ আ আ…
সপ্তম সুরে বাঁধ্ তবে তান॥
আয় তবে সহচরী….

ঢালো ঢালো শশধর, ঢালো ঢালো জোছনা।
সমীরণ, বহে যা রে ফুলে ফুলে ঢলি ঢলি।

উলসিত তটিনী,ই ই ই…
উথলিত গীতরবে খুলে দে রে মনপ্রাণ॥
আয় তবে সহচরী…

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে