আমি অন্ধ হলেও আমার প্রভু তো অন্ধ না!-গল্প

0
188

একদা পাহাড়ের উপর একটি মন্দির ছিল । যেখানে এক অন্ধ ব্যক্তি প্রত্যেক দিন হোঁটচ খেয়ে, খেয়ে, মাটিতে পড়ে, যেভাবেই হোক সে, ওই মন্দিরে পৌঁছাতো । ভগবানকে পূজো দিত । সবাই তাকে বলতো, কিছুই তো দেখতে পাও না, প্রভুর দর্শনও করতে পারবে না । তাহলে শুধু শুধু এতো কষ্ট করে এখানে আসার কি দরকার ?

তখন লোকটি বলতো জানি, আমি অন্ধ । কিছুই দেখতে পাই না । কিন্তু অন্ততপক্ষে আমার প্রভু তো এটা দেখেন যে,তাঁর এক অন্ধ ভক্ত প্রত্যেক দিন তাঁর কাছে আসে! আর প্রার্থনা করে ।

জানি আমি অন্ধ, কিন্তু আমার প্রভু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তো অন্ধ না ! তিনি জগতের ঈশ্বর, জগদীশ্বর,অন্তর্যামী । সব কিছু তার নখ দর্পণে । সব কিছু তিনি দেখতে পান । তাই তিনি তো অন্ততপক্ষে আমাকে দেখতে পান । এটা আমার বিশ্বাস ।

✴️ তাহলে আমরা বুঝতে পারলাম যে বিশ্বাস কাকে বলে ?যেটা আমাদের মধ্যে নেই । ছিল ঐ অন্ধ লোকটির মধ্যে । একেই বলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তের প্রবল বিশ্বাস।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে